শেষ আপডেট: 1st November 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে উৎসবের মরশুম। দীপাবলি উদযাপন চলছে, আসছে ভাইফোঁটা। এই সময়ে গিফট দেওয়ার ব্যাপার থাকে অনেকেরই। গিফটের মুশকিল আসান নিয়ে তাই চলে এসেছে তাজ বেঙ্গল। মিষ্টি থেকে ড্রাই ফ্রুটস, কেক থেকে স্বয়ং দেবতা। সবই বাক্স বন্দী করে গিফটের জন্য সাজিয়েছে তারা।
গিফট হ্যাম্পারের দাম শুরু হচ্ছে মাত্র ৯৫০ টাকা থেকে। ৫৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। যেকোনও দামের গিফট হ্যাম্পার কিনলেই সঙ্গে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স। গিফট হ্যাম্পারগুলি পাওয়া যাচ্ছে তাজ বেঙ্গলের সমস্ত রেস্তরাঁ ও হোটেলে। তবে, সবগুলোতে সব কিছু পাওয়া যাবে না। কোথায় গেলে কোন গিফটটা পাবেন, রইল খোঁজ।
লা প্যাতিসারিওঁ
তাজের এই রেস্তরাঁ থেকে গিফট হ্যাম্পার কিনতে পারবেন। ২০০০ টাকা থেকে শুরু হচ্ছে এখানকার হ্যাম্পারের দাম। ৭৫০০ টাকা পর্যন্ত হ্যাম্পার পাওয়া যাবে। প্রত্যেকটি হ্যাম্পারের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন আর্চিসা, দাম ২০০০। চিত্রলেখা, দাম ৫০০০, দিব্যম, দাম ৭৫০০ টাকা। এছাড়াও এখানে তাজের সিগনেচার চকোলেট ভরা একটি গিফট হ্যাম্পারও রয়েছে। দাম শুরু হচ্ছে ২৭৫০ টাকা থেকে। তাজ ফেস্টিভ মিঠাই শুরু হচ্ছে ৭৫০ টাকা থেকে।
এছাড়াও অরুণ্য, লাবণ্য, আনমোলিকা, বোধিতা-সহ একাধিক হ্যাম্পার পাওয়া যাচ্ছে।
তাজ সিটি সেন্টার নিউটাউন
এখানকার গিফট হ্যাম্পার শুরু হচ্ছে ৯৫০ টাকা থেকে। রয়েছে ৫৫ হাজার টাকার গিফট হ্যাম্পারও। উদয়, ৯৫০ টাকা, উমদাহ ১৫০০ টাকা, উৎসব ৪০০০ টাকা, উমঙ্গ ৫ হাজার ৫০০ টাকা এবং উজ্জ্বল ৫৫ হাজার টাকা। এই প্রত্যেক হ্যাম্পারে গণেশ মূর্তি দেওয়া রয়েছে। ঘর সাজানোর টুকটাক জিনিসও পাওয়া যাবে।