শেষ আপডেট: 19th December 2021 10:59
এই ক্রিসমাসে কলকাতা জুড়ে ইউরোপিয়ান, ভিয়েতনামিস, এশিয়ান, চাইনিজ, থাই ইত্যাদি ভিন্ন স্বাদের ক্যুইজিনের ছড়াছড়ি। সরকারি গাইডলাইন মেনে কোলকাতার বিভিন্ন রেস্তরাঁয় এই শীতে থাকছে গ্লোবাল ক্যুইজিনের এলাহি আয়োজন। ফাইন ডাইনিংয়ের এর পাশাপাশি রয়েছে হোম ডেলিভারি, অনলাইন সার্ভিসের সুব্যবস্থাও। শীতের চাদর গায়ে জড়িয়ে এই শহরে ইটিং আউটের যাবতীয় হদিশ দিচ্ছেন চৈতালি দত্ত
লা ইনস্ট্যাণ্ট এই ক্রিসমাসে যাঁরা ট্রাডিশনাল ইউরোপিয়ান ডিশের স্বাদ নিতে চান তাঁদের আসতেই হবে এখানে। খাঁটি ইউরোপিয়ান ডিশ পরিবেশন করা হয় এই রেস্তরাঁয়। এঁদের দুটি আউটলেটে স্মোকড স্যামন টোস্ট উইথ মাস্টার্ড দিল সস, রোজমেরি বারবিকিউ প্রনস, রোস্টেড টার্কি উইথ ড্রায়েড ফ্রুটস অ্যান্ড স্পাইসেস, হট অ্যান্ড কোল্ড মকটেলস ছাড়াও ডেজার্টের মধ্যে উল্লেখযোগ্য হল ক্রিসমাস ফ্রুট কেক, ফ্রেঞ্চ লেমন মেরিনগুই টার্ট, ফ্লোটিং আইল্যান্ড ইত্যাদি।
দুজনের খরচ - ৭০০টাকা +কর।
যোগাযোগ ৯৪৩৩৬৮৯৮৯৮।
করিম'স কলকাতা
শীত আর ক্রিসমাসের যুগলবন্দি কাবাব ছাড়া জমে নাকি? তাই মুম্বই বেসড এই রেস্তরাঁর কলকাতার আউটলেটে রয়েছে জিভে জল আনা সুস্বাদু কাবাব, 'জাফরানি পনির টিক্কা, চিকেন লাজাবাব টিক্কা, কারিম'স স্পেশাল জাহাঙ্গীরী তন্দুরি, মটন শামিম কাবাব, প্রন তন্দুরি, চিকেন পেশোয়ারি টিক্কা ইত্যাদি। দুজনের খরচ ১০০০ টাকা + কর। হোম ডেলিভারির ক্ষেত্রে যদি ১৫০০ হাজার টাকার ওপরে বিলে রয়েছে ১০% ছাড়।
যোগাযোগ ৭৯৮০৬০১৩১৯।
ক্যাফে ড্রিফটার
ক্রিসমাসের জন্য স্পেশাল কম্ফোর্ট ক্লাসিক ডিশ সার্ভ করছেন এঁরা। কন্টিনেন্টাল ,ইটালিয়ান, ফাস্টফুড, ব্রেকফাস্ট মেন্যু ছাড়াও এখানে পরিবেশন করা হয় নানা স্বাদের ডেজার্ট, বেভারেজ। উল্লেখযোগ্য পদ ফ্রায়েড চিকেন, মিট লাভার্স বার্গার, বাটার-ফ্রায়েড প্রনস, গ্রিলড চিকেন উইথ মাশরুম সস, হ্যাম র্যাপড চিকেন ব্রেস্ট ইন রেড ওয়াইন সস, চিকেন স্ট্রংগানফ উইথ পার্সলে বাটার রাইস ইত্যাদি। সঙ্গতে রয়েছে দার্জিলিং টি, ড্রিফটার সিগনেচার শেকস, আইসি স্পাইসি ম্যাংগোর মতো পানীয়।
দুজনের খরচ পড়বে ৬০০ টাকা + কর।
যোগাযোগ ০৩৩-৪০৪০৪৭৪২।
ক্লাউড সোশ্যাল রুফটপ লাউঞ্জ
যাঁরা নিরামিষাশী তাঁদের জন্য এখানে রয়েছে স্পেশাল ভেজ মেন্যু- সিজনাল ভেজিটেবিল ক্লিয়ার স্যুপ, ওয়াল্ড্রপ স্যালাড, ন্যাচোজ, চারকোল দই কাবাব ইত্যাদি। এছাড়াও মিলবে লাইফ কাউন্টারে ওক ওরিয়েন্টাল, পিৎজা ৮ অ্যাসর্টেড, তন্দুরি বারবিকিউ। এছাড়াও অন্যান্য মেন্যু কাশ্মীরি আলুর দম, পনির পসান্দা, হান্ডি বিরিয়ানি, জর্দা পোলাও ইত্যাদি তো রয়েছেই। ডেজার্টে মিলবে স্ট্রবেরি পান্না কোটা, প্লাম কেক, রেড ভেলভেট পেস্ট্রি ,হট চকো লাভা ইত্যাদি।
দুজনের খরচ কর সমেত ১৮০০ টাকা ।
যোগাযোগ ৯১৬৩২৯৭৯৯৯।
তাওস কিচেন
খাঁটি চাইনিজ খাবার পাওয়া যায় এই রেস্তরাঁয়। জনপ্রিয় পদ- মিট বল স্যুপ, তাওস চিলি চিকেন, গার্লিক পিপার চিকেন, শেফস স্পেশাল স্টির ফ্রায়েড নুডলস, শেফস স্পেশাল ক্রিস্পি বাটার চিলি গার্লিক প্রনস, ফিশ সল্ট অ্যান্ড পিপার, চিলি মাউন্টেন চিকেন, তাওস স্পেশাল এগজোটিক' এগ ফ্রায়েড রাইস ইত্যাদি। দুজনের খরচ পড়বে ৬০০ টাকা+ কর। ১২০০ টাকা বিলের উপর ক্রিসমাস কেক অথবা ডেজার্ট ফ্রি।
যোগাযোগ ৮২৪০৮৩৫২৫৮।
চাওম্যান
এই সুপরিচিত রেস্তরাঁ মূলত খাঁটি চাইনিজ খাবার পরিবেশন করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য- স্প্রিং রোল, ক্রিসপি চিলি বেবি কর্ন, সয়া চিলি পর্ক, চিলি গার্লিক নুডলস, লেমন হানি ফিশ ইত্যাদি। এছাড়া এই শীতে ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যালের লোভনীয় পদও মিলবে। যা ২৪-২৫ ,৩১-১ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। দুজনের খরচ ৮০০ টাকা +কর।
যোগাযোগ ১৮০০৮৯০২১৫০।
দ্য ইয়েলো টার্টেল
অথেনটিক মঙ্গোলিয়ান, ভিয়েতনামিজ, চাইনিজ, থাই অর্থাৎ এশিয়ান ক্যুইজিন পাওয়া যায় এখানে। সঙ্গে অ্যাডেড এট্রাকশন ২৫ ডিসেম্বর দুপুর ১২- ৩ টে প্রয়াস ব্যান্ডের লাইভ অনুষ্ঠান। নানা স্বাদের মকটেলের পাশাপাশি রয়েছে চিকেন চিলি বেসিল ফ্রায়েড রাইস, বারবিকিউ পর্ক রিবস, ল্যাম্ব চপ, স্মল ভেজ ননভেজ ডিমসাম বাস্কেট, ক্লাসিক চিজ কেক, ডেট প্যানকেক উইথ ভ্যানিলা আইসক্রিম ইত্যাদি।
দুজনের খরচ ১১৭৯ টাকা+কর।
যোগাযোগ ৬২৮৯০৮৫৯৮।
ব্লু অর্কিড
এঁরা মূলত খাঁটি চাইনিজ পরিবেশন করেন। ক্রিসমাস উপলক্ষে নতুন মেন্যু লঞ্চ করেছে এই রেস্তরাঁ।যার মধ্যে উল্লেখযোগ্য রোস্টেড চিলি পর্ক, পর্ক হাককা চাওমিন, হট গার্লিক পর্ক, মাঞ্চুরিয়ান পর্ক, ক্রিসপি ফ্রায়েড ফিশ, ম্যান্ডারিন ফিশ ইত্যাদি।
দুজনের খরচ পড়বে কর সমেত ৭০০ টাকা।
যোগাযোগ ৮৪২০৬০৪৯১৪।
ঈগল বাইটস পিজ্জা
খাঁটি পিজ্জা, পাস্তা এঁদের ইউএসপি। আর ক্রিসমাসের অনুষ্ঠান পিজ্জা, পাস্তা ছাড়া তো ভাবাই যায় না। ভেজ এক্সোটিকা পিজ্জা, স্মোকড চিকেন পিজ্জা, গার্লিক ব্রেড, পাস্তা, চিকেন পপকর্ন, চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস, ট্রিপল চকোলেট পিজ্জা , ব্রাউনিজ ইত্যাদির স্বাদ একবার চেখে দেখতে পারেন।
দুজনের খরচ পড়বে কর সমেত ৮০০-১০০০ টাকা।
যোগাযোগ ৭০৪৪০৬৮৩০৭।