ফাদার্স ডে উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে বাসকিন রবিন্স। বাবাদের এই বিশেষ দিন উদযাপনে দেওয়া হচ্ছে ছাড়ও।
আইসক্রিম কেক
শেষ আপডেট: 14 June 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: বাবা মানেই নিঃস্বার্থ ভালবাসা, নিঃশর্ত ভরসা আর নির্ভরযোগ্য আশ্রয়। রাত পোহালেই ফাদার্স ডে। এমন একজন কাছের মানুষের জন্য এই বিশেষ দিনে সেলিব্রেশন তো বরাদ্দই। কিন্তু কীভাবে সেলিব্রেট করবেন?
ফাদার্স ডে উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে বাসকিন রবিন্স। বাবাদের এই বিশেষ দিন উদযাপনে দেওয়া হচ্ছে ছাড়ও। এই অফার শুধুমাত্র সংস্থার নির্দিষ্ট পার্লারে পাওয়া যাবে। চাইলে টুক করে বাসকিন রবিন্সের স্পেশাল কেক কিনে এনে সারপ্রাইজ দিতেই পারেন।
কী কী কেক পাওয়া যাবে বাসকিন রবিন্সে? দেখে নিন
পিস্তাচিও অ্যান্ড ক্যারামেল আইক্রিম কেক
বাবা যদি রসিক হন তাঁর জন্য ক্যারামেল স্পঞ্জ কেকের মধ্যে পিস্তাচিও আর ক্যারামেল আইসক্রিমের স্তর, সঙ্গে ক্যারামেল রিবন, উপরে হুইপড ক্রিম আর পেস্তা ক্রাঞ্চ দেওয়া এই কেক নিয়ে নিতে পারে। দাম ৭৯৯ টাকা।
লোটাস বিসকফ আইসক্রিম কেক
মসৃণ, হালকা মিষ্টি। লোটাস বিসকফ আইসক্রিম আর ভ্যানিলা স্পঞ্জের স্তর, তার উপরে সোনালি ক্যারামেল ড্রিজ়ল, দাম ৯১৫ টাকা।
ব্লুবেরি চিজকেক আইসক্রিম কেক, দাম ৭৯৯ টাকা
রুচিশীল, মিষ্টি-প্রেমী বাবার জন্য এই কেক আদর্শ। বিস্কুট ক্রাম্বলের উপর ব্লুবেরি চিজকেক আইসক্রিম, তার উপরে আরও চিজকেকের আস্তরণ। খেতে লাগবে অপূর্ব।
এছাড়াও আলফানসো ম্যাঙ্গো আইসক্রিম কেক (দাম ৭৫৯ টাকা), ব্ল্যাকবেরি ফরেস্ট আইসক্রিম কেক (৭৫৯ টাকা), চকোলেট ট্রাফল আইসক্রিম কেক (৭৫৯ টাকা) দিতে পারেন।
একঘেয়ে কেক খেতে খেতে যদি আর ভাল না লাগে, একটু অন্যরকম অপশনের জন্য বাসকিন রবিন্স আদর্শ ঠিকানা।