শেষ আপডেট: 10th March 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: ওমলেট ছোট-বড় সবার পছন্দের তালিকায় থাকে। এখন একাধিক স্বাদের ওমলেট পাওয়া যায় রেস্তরাঁ, ক্যাফেগুলোতে। কেউ এত ডিমের সঙ্গে সবজি অ্যাড করে ভেড লোডেড ওমলেট বানান তো কেউ চিজ বা বিভিন্ন স্বাদের সস অ্যাড করেন। ওমলেটে ওটস, কিনোয়া দিয়ে হেলদি ফিউশন স্বাদ আনার চেষ্টা হয়। কিন্তু ওমলেট যদি হয় ওরিও দিয়ে! এমন ব্যতিক্রমী ওমলেট তৈরি করে চমকে দিয়েছেন কলকাতার এক বিক্রেতা। যা দেখার পর ইন্টারনেট দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলছেন, টেস্ট করে দেখবেন কিন্তু বেশিরভাগই দেখার পর থাম্বস ডাউন দিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে 'চিলি ওরিও ওমলেট'-এর একটি ভিডিও। এক ফুড ব্লগার ভিডিওটি শেয়ার করেন। যেখানে দেখা যায় এক স্ট্রিট ফুড বিক্রেতা তেলে ওমলেট বানাচ্ছেন। প্রথমে তিনি ডিম ফাটিয়ে তাতে কুচনো কাঁচা লঙ্কা ও পিঁয়াজ মেশান। এর পর সেটি তেলে ছেড়ে দেন।
View this post on Instagram
কিন্তু আসল চমক আসে তারপরে। তিনি ওমলেটের মাঝখানে ওরিও বিস্কুট রেখে দেন। এরপর দক্ষতার সঙ্গে ওমলেটটি উল্টে দিয়ে ভালভাবে ভেজে নেন। শুধু তাই নয়, পরিবেশনের আগে সস, মশলা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দেন। কেউ এই রেসিপি দেখে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ ঠাট্টা করে বলেছেন, 'এই খাবারের জন্য শাস্তি হওয়া উচিত।' আরেকজন লেখেন, 'ওরিও গুলোর জন্য ন্যায় বিচার চাই।'
ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার হয়। কলকাতায় থাকেন এমন অনেকে অবশ্য এই অদ্ভুত ওমলেট একবার চেখে দেখার ইচ্ছে প্রকাশ করেন।