Latest News

ভোট শুরুর আগেই উত্তপ্ত ডোমকল, তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় সিপিএম কর্মীর মৃত্যুর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগের রাত থেকেই দফায় দফায় ঝামেলা শুরু হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। বাম-কংগ্রেস জোট কর্মীদের গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৭৫ নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। জখম আরও দুই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

শেষ দফায় মুর্শিদাবাদে ১১টি আসনে ভোট। সপ্তম দফাতেও জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের চারটি থেকেই অশান্তির খবর এসেছিল। এবারে ভোট শুরুর আগে থেকেই উত্তেজনা ছড়িয়েছে ডোমকলে। সূত্রের খবর, ৭৫ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বাচনী বিধি ভেঙে এলাকায় সভা করছিলেন। স্থানীয় সিপিএম কর্মীদের অভিযোগ, বিধি ভেঙে আটখানা গাড়ি নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন তৃণমূল প্রার্থী জাফিকুল। এলাকার বাসিন্দাদের হুমকি দেওয়া হচ্ছিল। ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ।

রাত ১১টা নাগাদ শাহবাজপুরে সভা করার সময় সিপিএম কর্মীরা বাধা দেন। এলাকার মানুষজনও নাকি প্রতিবাদ করেছিলেন। তাতেই দু’পক্ষের ঝামেলা বেধে যায়। লাঠিলাঠি শুরু হয়ে যায়। অভিযোগ, তৃণমূল প্রার্থী ও তাঁর সমর্থকরা গাড়ি নিয়ে বাম-কংগ্রেস জোট কর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করে। কাদের আলি মণ্ডল, ওয়াসিম আল মামুন, লালচাঁদ মণ্ডল গাড়ির ধাক্কায় জখম হন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। দুজনের অবস্থা ছিল গুরুতর। তাঁদের মধ্যে কাদের আলি মণ্ডলের মৃত্যু হয়েছে বলে খবর।

তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কাতেই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তৃণমূল প্রার্থীর বক্তব্য, ভিত্তিহীন অভিযোগ। বাম-কংগ্রেস জোট কর্মীরাই এলাকায় অশান্তি ছড়াচ্ছিল। তার জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

You might also like