Latest News

সপ্তম দফা: পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ শুরু কড়া নিরাপত্তায়

দ্য ওয়াল ব্যুরো: আজ সপ্তম দফার ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে পাঁচ জেলার ৩৪টি আসনে শুরু হয়েছে ভোট। এদিনের ভোটেও প্রতি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

এদিন যে পাঁচটি জেলায় ভোটগ্রহণ হচ্ছে সেগুলি হল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা। দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানের সব আসনে আজ ভোটগ্রহণ। বাকি তিন জেলার ক্ষেত্রে আংশিক। বাকি আসনে ভোট হবে অষ্টম তথা শেষ দফায়।

কলকাতার চারটি কেন্দ্রে আজ ভোট হচ্ছে। ভবানীপুর, বালিগঞ্জ, কলকাতা বন্দর এবং রাসবিহারী। কমিশনের সূচি অনুযায়ী আজ ৩৬টি কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। কিন্ত মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে গিয়েছে। ১৬ মে ভোট হবে এই দুই কেন্দ্রে। মুর্শিদাবাদ জেলার মোট ৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এদিন।

ভোটের আগের রাত থেকেই কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।

কলকাতার কড়েয়া থানার মসজিদ বাড়ির কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫টি তাজা বোমা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পৌঁছেছে পুলিশবাহিনী।

মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় ভোটের আগের রাত থেকে চলছে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like