Latest News

ষষ্ঠ দফায় চার জেলায় ভোটগ্রহণ শুরু, উত্তপ্ত আমডাঙা, নবদ্বীপ

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ষষ্ঠ দফায় চার জেলায় ভোটগ্রহণ শুরু হল। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ হবে আজ। ষষ্ঠ দফার ভোটে কয়েকটি বিশেষ কেন্দ্রে নজর থাকছে–উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ, ব্যারাকপুর, দমদম উত্তর, হাবড়া ও নদিয়ার কৃষ্ণনগর।

এক নজরে চার জেলার যে যে আসনে ভোট চলছে—

উত্তর ২৪ পরগনা (১৭ আসন)  

বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, অশোকনগর, আমডাঙা, গাইঘাটা, বাগদা, স্বরূপনগর, বাদুরিয়া, নৈহাটি, ভাটপাড়া, বিজপুর, জগদ্দল, ব্যারাকপুর, নোয়াপাড়া, খড়দা, দমদম উত্তর।

পূর্ব বর্ধমান (৮ আসন)

পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া,  আউশগ্রাম, গলসি, ভাতার, কেতুগ্রাম, মঙ্গলকোট।

নদিয়া (৯ আসন)

কালীগঞ্জ, নাকাশিপাড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া।


উত্তর দিনাজপুর (৯ আসন)

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

ভোট শুরুর আগের রাত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে নানা জেলা থেকে।

আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় গতকাল রাত থেকেই বোমাবাজি চলছে। দফায় দফায় বোটা ফাটানো হয়েছে বলে খবর। ঘটনাস্থলে আমডাঙা থানার বিশাল পুলিশবাহিনী। এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ। বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঝামেলা চলছে। সূত্রের খবর, দুই বিজেপি কর্মী আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোলা চণ্ডীতলার তৃণমূল কর্মী পরেশ দাসকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

You might also like