Latest News

ভারতে স্পুটনিক ৫ বানাবে সেরাম ইনস্টিটিউট, চার শর্তে মিলল ছাড়পত্র

দ্য ওয়াল ব্যুরো: ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে স্পুটনিক কোভিড ভ্যাকসিন তৈরির ছাড়পত্র দিল ডিসিজিআই। পুনের সংস্থা সেরাম মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে  হাত মিলিয়েছে লাইসেন্সপ্রাপ্ত হাদাপসার কেন্দ্রে স্পুটনিক ৫ তৈরির জন্য। বৃহস্পতিবারই সেরাম ডিসিজিআইয়ের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছিল। আজ এক সরকারি সূত্রে বলা হয়েছে, কয়েকটি নির্দিষ্ট শর্তে পরীক্ষানিরীক্ষা, টেস্ট  ও বিশ্লেষণের জন্য ভারতে স্পুটনিক কোভিড ১৯ ভ্যাকসিন উত্পাদনে সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ডিসিজিআই।

প্রসঙ্গত, ভারতে রেড্ডিস ল্যাবরেটরিতে বর্তমানে স্পুটনিক ৫ ভ্যাকসিন উত্পাদন হচ্ছে। সেরাম ভারতে ওই ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে সীমিত ব্যবহারের অনুমতি চাইছে।

কী সেই শর্তগুলি?

চারটি শর্ত রয়েছে। ডিসিজিআই বলেছে, সেরামকে তাদের ও গামালেয়ার মধ্যে সেল ব্যাঙ্ক, ভাইরাস স্টকের হস্তান্তরের জন্য হওয়া চুক্তির একটি কপি  জমা দিতে  হবে। গামালেয়ার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের বোঝাপড়ার কপিও পেশ করতে হবে। সূত্রের খবর, সেরামকে সেল ব্যাঙ্ক, ভাইরাস স্টক আমদানির ব্যাপারে আরসিজিএমের সম্মতির একটি কপিও দিতে হবে। ভাইরাল ভেক্টর ভ্যাকসিন স্পুটনিক ৫ এর গবেষণা ও বিকাশের জন্য আরসিজিএমের অনুমতির কপিও জমা দিতে হবে।

গত ১৮ মে সেরাম জেনেটিক ম্যানিপুলেশন সংক্রান্ত রিভিউ কমিটি, বায়োটেকনোলজি দপ্তরের কাছে আবেদন জানিয়ে স্ট্রেন বা সিড লট ও সেল ব্যাঙ্ক আমদানির ছাড়পত্র চেয়েছিল। গবেষণার কাজে এগুলো প্রয়োজন। আরসিজিএম সেরামের আবেদনের ওপর কিছু প্রশ্ন তোলে, পুনের সংস্থাটি ও রাশিয়ার গামেলায়ার মধ্যে উপাদান ট্রান্সফার সংক্রান্ত চুক্তির একটি কপিও চায়।

You might also like