
মমতাকে ‘ছোট বোন’ বলে কী বললেন ধনকড়, শপথের পর যৌথ বিবৃতি মুখ্যমন্ত্রী-রাজ্যপালের
কিন্তু তাঁর অতীত অবস্থান থেকে রাজ্যপাল সরলেন কি?
মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর রাজপাল ও দিদি এক প্রকার যৌথ বিবৃতি দেন। রাজ্যপাল বলেন, ভোট পরবর্তী যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটছে, তা বন্ধ করা এখন অগ্রাধিকার। আমি আশা করব আমার ছোট বোন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে দ্রুত ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ করবেন”। মমতাকে পাশে নিয়ে রাজ্যপাল বলেন, “আপনাকে পক্ষপাতের উর্ধ্বে উঠতে হবে। আমি নিশ্চিত যে আপনি নতুন ধরনের এক প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করবেন।”
রবিবার ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা ঘটছে। সেই সঙ্গে কোভিড পরিস্থিতিও উদ্বেগজনক। রাজ্যপাল হিংসা থামানোকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলা করাই সরকারের অগ্রাধিকার হবে। তবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও কঠোর হাতে নিয়ন্ত্রণ করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি শান্তি বজায় রাখুন। বাংলা হিংসাকে পছন্দ করে না। দেখুন যাতে কোথাও কোনও হিংসার ঘটনা না ঘটে। তাঁর কথায়, নির্বাচন কমিশনই এতদিন সব দেখছিল। তবে আজ থেকে আইনশৃঙ্খলার পরিস্থিতি তিনিই দেখবেন। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে রেহাই পাবেন না।