শেষ আপডেট: 12th September 2023 19:12
দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL 2023) শুরু হতে আর বেশি বাকি নেই। তার আগেই ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন জার্সির (New Jersey) আত্মপ্রকাশ ঘটল দলের বিদেশি তারকা অধিনায়ক ব্রাজিলীয় ক্লেটন সিলভার হাত ধরে। বর্তমানে লাল হলুদ দলে ক্লেটনই সবচেয়ে নামী ও জনপ্রিয় তারকা।
ডুরান্ড কাপে কার্লোস কুয়াদ্রাতের দলের ফুটবলাররা যে স্টাইলের জার্সি পরেছিলেন, আইএসএলে বদলে গিয়েছে। নতুন হোম জার্সিতে লাল ও হলুদের পরিমাণ বেশিমাত্রায় রয়েছে। আরও বেশি জ্বলজ্বল করছে নতুন স্টাইলের এই জার্সি।
মঙ্গলবার রাতে ক্লাবের তরফে যে ভিডিও এবং ছবি পাঠিয়েছে, তাতে দেখা গিয়েছে অন্ধকারে মশাল জ্বালছেন ক্লেটন।
এমনিতেই গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে। টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল। কিন্তু ফাইনালে মোহনবাগানের কাছে খেতাব হারানোর পরে সেই একই তিমিরে।
ভিডিওতে দেখা গিয়েছে লাল হলুদ সমর্থকদের মন খারাপ। তাঁরা শোকসন্তপ্ত মুখ করে বসে রয়েছেন। তার মধ্যে ক্লাব মাঠের কালো অন্ধকার পরিবেশের মধ্যে আলো জ্বেলে আশার সঞ্চার করছেন ক্লেটন। তাঁর মুখচোখে দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব ও ভাল খেলার সংকল্প।
আইএসএলে এবার নতুন জার্সির মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের অভিযান শুরু হবে। কোচ কার্লোস দলের কৌশল বদলেছেন। তিনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান। তাই আক্রমণের বিকল্প আক্রমণই, এমন করে দল সাজাচ্ছেন। এবার দেখার, নতুন জার্সি কতটা লাক বয়ে আনতে পারে ক্লাবের ট্রফি আনার ক্ষেত্রে।
আরও পড়ুন: রোহিতরা জিতে এশিয়া কাপের ফাইনালে, তবুও শ্রীলঙ্কার লড়াই দাগ কাটল