
মমতার চোট: ‘দুর্ঘটনা’ ছিল, ‘হামলা’ নয়, নির্বাচনে কমিশনকে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনায় পায়ে চোট পেয়েছেন, তা কোনও হামলা ছিল না বলে নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ।
সূত্রের খবর, ভিডিও ফুটেজ, স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে পুলিশ যে প্রাথমিক রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে, তাতে বলা হয়েছে বুধবার নেহাত একটি দুর্ঘটনা ঘটেছিল। ভিড়ে ঠাসা বাজারের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িটি যাচ্ছিল। গাড়ির দরজা খুলে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন মুখ্যমন্ত্রী। এমন সময়ে রাস্তার ধারে থাকা একটি ছোট লোহার খুঁটিতে গাড়ির দরজাটির ধাক্কা লেগে তা বন্ধ হয়ে যায়। তাতেই চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার নন্দীগ্রামে ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, চার পাঁচ জনে মিলে তাঁকে ধাক্কা মেরেছে। পরে বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রী আবার বলেছেন,“বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম, তখন এমন জোরে চাপ আসে, তাতে পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের উপরে।”
মুখ্যমন্ত্রীর বয়ানের এই ফারাক নিয়েও ইতিমধ্যে অনেকে আলোচনা করছেন। আর প্রাথমিক রিপোর্টের বিষয়টি জানার পর দ্বিগুণ উৎসাহে বিজেপি দাবি করতে শুরু করেছে যে বুধবারের ঘটনার ফুটেজ প্রকাশ করতে হবে। উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে।
তবে পাল্টা আক্রমণাত্মক তৃণমূলও। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বদলে দেওয়া হল। তার পরদিনই এ ঘটনা ঘটেছে। এর জন্য দায়ী কমিশন। এই অভিযোগ তুলে শুক্রবার তাঁরা জেলায় জেলায় মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবেন বলে জানিয়েছেন পার্থবাবু।
অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা দিয়ে শুরু করলেন। এর হয়তো আরও ভয়ঙ্কর কিছু ওরা করবে। তাই বাংলার মানুষকে সাবধান ও সতর্ক থাকতে হবে। কারণ, যখন তখন যে কেউ পায়ে প্লাস্টার বেঁধে শুয়ে পড়তে পারে।”