Latest News

দিদির রোম সফরে সায় দিল না দিল্লি

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)  রোম সফরের (rome visit) অনুমতি দিল না নরেন্দ্র মোদীর সরকার (centre)। এমনিতেই কোভ্যাকসিন টিকা নেওয়ায় বিদেশ সফরে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে অনিশ্চিয়তা ছিলই। তার সঙ্গে জুড়ল দিল্লির আপত্তি (objection)।

কী বলছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, কেন্দ্রের পররাষ্ট্রমন্ত্রকের এক কর্তা নবান্নকে মেল করে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার (centre) মনে করে রোমের অনুষ্ঠানটি কোনও মুখ্যমন্ত্রীর যোগদানের জন্য উপযুক্ত নয়। তাই অনুমতি দেওয়া হচ্ছে না।

নবান্ন সূত্রে আরও খরর, ইতালির যে সংস্থাটি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে তারা বিশ্বের নানাপ্রান্তের বিশিষ্টদের ডেকেছে। তাতে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ-সহ বেশ কয়েকজন থাকবেন বলে খবর। ৬ ও ৭ অক্টোবর রোমের ওই অনুষ্ঠানে বিশ্বশান্তি নিয়ে আলোচনা হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর সফর বাতিলের খবরে তৃণমূল নেতা তাপস রায়ের বক্তব্য, এটা দিল্লির সরকারের ছোট মনের পরিচয়। অতীতে মুখ্যমন্ত্রীকে শিকোগোতে ভাষণ দিতে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, বিদেশ সফরে অনুমতি দেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেটা অনুসরণ করতে হয় সরকারকে। এর মধ্যে রাজনীতি টেনে না আনাই ভালো।

 

You might also like