
‘ম্যাডাম, খাকিতে দাগ নেব না’ বলা অফিসারকে বীরভূমের দায়িত্বে পাঠাল কমিশন, ৩ জেলার পুলিশকর্তা বদল
দেখুন নগেন্দ্র ও মুখ্যমন্ত্রীর সেই কথোপকথনের এক্সক্লুসিভ ভিডিও।
নগেন্দ্রর আগে বীরভূমের পুলিশ সুপার হিসেবে ছিলেন মীরাজ খালিদ। তাঁকে সরিয়ে দেওয়া হল এদিন। তাঁর জায়গায় বসবেন নগেন্দ্র ত্রিপাঠী। ভোটের আগে থেকে এবং ভোটের সময়েও রাজ্যে শীর্ষ পুলিশ আধিকারিকদের বদলির ধারা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ীই আজ, সোমবার নগেন্দ্র ত্রিপাঠী-সহ বদল করা হল ৩ জেলার পুলিশ সুপারকে। তিন জেলাতেই আগামী দফাগুলিতে রয়েছে ভোটগ্রহণ।
একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, যে আধিকারিকদের সরানো হয়েছে তারা নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে আর যুক্ত থাকতে পারবেন না। কমিশন মনে করেছে, ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে এই পদক্ষেপ জরুরি।
আরও পড়ুন: মমতার চোখে চোখ রেখে আইপিএস নগেন্দ্র ত্রিপাঠি: ‘ম্যাডাম খাকি পরে দাগ নেব না’
কমিশনের নির্দেশিকা বলছে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরানো হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন অজিত কুমার সিং। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে নীতীশ জৈনকে। আর বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদকে সরিয়ে আনা হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। সেইসঙ্গে সরানো হয়েছে বীরভূমের বিলৌর এলাকার এসডিপিও অভিষেক রায়কে। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন নাগারাজ দেবারাকোণ্ডা।
রাজ্যে ভোট প্রক্রিয়া শুরুর পর থেকে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে কমিশন। এমনকী নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকেও। এবার সেই তালিকায় যোগ হল আরও তিন পুলিশ কর্তা এবং এসডিপিও-র নামও।