শেষ আপডেট: 15 March 2023 11:29
গরম জাঁকিয়ে পরতে না পরতেই ফ্যাশন ডিজাইনাররা সামার (Summer Fashion) কালেকশন নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছেন। গরমে বন্ধুদের সঙ্গে কফিশপে যাওয়া, আড্ডা মারা, বই পড়া-- এ তো প্রতিদিনের রোজনামচা। সেখানে চাই ক্যাজুয়াল অ্যাটেয়ার। ফ্যাশন ডিজাইনার অদিতি ভট্টাচার্য (Aditi Bhattacharyay) নিয়ে এলেন মেয়েদের জন্য সেই ধরনের সামার কালেকশন, যা আপ টু দ্য মার্ক। নিউ আলিপুরে আউটডোর লোকেশনে দ্য ওয়ালের জন্য এক্সক্লুসিভ ফটোশ্যুট করলেন ফ্যাশন ডিজাইনার অদিতি ভট্টাচার্য। শ্যুটের ফাঁকে অদিতি তাঁর কালেকশন নিয়ে কথা বললেন।
সাধারণত ডিজাইনাররা মডেল বা অভিনেত্রীদের দিয়ে তাঁদের কালেকশন লঞ্চ করতে পছন্দ করেন। কিন্তু এবারে সাধারণ মহিলারাই আপনার মডেল, কেন?
খুব ভাল প্রশ্ন। আসলে ফ্যাশন ডিজাইনারের কালেকশন মানেই সেটা কেবল সেলেব্রিটিরা পরতে পারেন, এমনই ধারণা সাধারণ মানুষের মধ্যে বদ্ধমুল। কিন্তু সেটা তো সত্যি নয়। সাধারণ মহিলারাও ফ্যাশন ডিজাইনারের জামাকাপড় অনায়াসে পরতে পারেন। তাই সাধারণ মহিলারাই এই ফটোশ্যুটের মডেল।
যাঁরা প্রতিদিন ঘরে-বাইরে সমানভাবে দায়িত্ব পালন করেন, কেউ চাকরি বা ব্যবসা করেন, আবার কেউ গৃহবধূ-- তাঁরা যে ফ্যাশন ডিজাইনারের কালেকশন পরতে পারেন সেটাই দেখাতে চেয়েছি।
সবচেয়ে বড় ব্যাপার, রোগা থেকে স্থূলকায়-- যে কোনও ফিগারের মহিলাই ডিজাইনার কালেকশন পরতে পারেন, সেই চিন্তাভাবনা থেকেও এই কাজ করা। এই ফটোশ্যুটের মডেলদের মধ্যে পেশাদার মডেল ছাড়াও আইটি সেক্টরে কর্মরতা মহিলা থেকে গৃহবধূ রয়েছেন।
এ বছরে আপনার সামার কালেকশনে বিশেষত্ব কী?
মূলত আমি পিওর কটন নিয়েই কাজ করি। এ বছরে ঢাকাই জামদানি ছাড়াও জয়পুরি এবং লাইক্রা কটন নিয়ে কাজ করেছি। এছাড়াও খুব লাইট ওয়েটের ম্যুডাল সিল্ক নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, যাতে এই সময় যে কোনও অনুষ্ঠানে পরা যেতে পারে। গরমে আরাম মিলতে পোশাকের কাটস ও প্যাটার্নে প্রচুর ভেরিয়েশন রয়েছে।
মেয়েদের জন্য কী ধরনের অ্যাটেয়ার আনলেন গরমে?
স্কার্ট, টপ, ড্রেসেস ছাড়াও এই সময় কাপ্তান ড্রেস পরে মানুষ স্বস্তি বোধ করেন। তাই কাপ্তানের কাটসে যেমন বৈচিত্র রয়েছে তেমনি চটকদার কালারও রয়েছে।
কালেকশনে কী ধরনের কালার প্যালেট আছে?
গরমে প্যাস্টেল শেডের পোশাক শুধু স্বস্তি মেলে তাই নয়, দেয় চোখের আরামও। তাই লাইট পিঙ্ক, ব্লু, হোয়াইট, অ্যাকোয়া, অফ হোয়াইট ছাড়াও ইয়েলোর প্রচুর অপশনস রয়েছে। কখনও পোশাকে চটক আনতে লাইট টোনের সঙ্গে সামান্য ব্রাইটার টোনও ব্যবহার করেছি।
পোশাকের প্রিন্টে কী ধরনের নতুনত্ব রয়েছে?
এবারে প্রিন্টগুলো অন্য রকমের। যাঁরা স্থূলকায় তাঁদের জন্য ছোট মোটিভ রয়েছে। আর যাঁরা রোগা তাঁদের তো সবই মানিয়ে যায়। একটু অন্য ধরনের ডিজিটাল প্রিন্ট নিয়েও পোশাকে খেলা করেছি। স্থূলকায় মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তাঁদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। তাঁরা মনে করেন, সব পোশাক তাঁদের জন্য নয়। কোথাও যেন তাঁরা হীনম্মন্যতায় ভোগেন। সেই জায়গাটা আমি ভাঙতে চেয়েছি। তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে আমার এই প্রচেষ্টা। একটু চিন্তা-ভাবনা করে যদি পোশাক তৈরি করে পরা যায় তা যে কোনও বয়স এবং ফিগারে মানানসই হয়।
মডেল: শুভস্মিতা জানা, সুকন্যা কর্মকার, রিঙ্কু ভট্টাচার্য।
ফটো: সৌরভ মুখোপাধ্যায়।
মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট: নেহা পারভীন।
আউটডোর লোকেশন: নিউ আলিপুর।
নেল আর্ট করতে চাইছেন? কী ধরনের ট্রেন্ডি ডিজাইন এখন ফ্যাশনে ইন, জেনে নিন