Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'লোকজন ভাঙা ড্রেনের সমস্যা নিয়ে আসে আর টাকা চায়,' রাজনীতিটা আর পোষাচ্ছে না কঙ্গনারEng vs Ind: চার বছর আগে লর্ডসে ভারতকে জিতিয়েছিলেন সিরাজ, এবারও কী ফিরবে সেই পারফরম্যান্স?গৌরীর সঙ্গে বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছে: আমির খান১০ জুলাই নবান্নে ওমর আবদুল্লা! পহেলগাম হামলার পর দুই মুখ্যমন্ত্রীর প্রথম সাক্ষাৎগড়িয়াহাট আইটিআইতে রাত হলেই নাকি ভোজপুরি গান বাজে, সঙ্গে মদের পার্টি! 'সঞ্জয়দাদার' শাসন?ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল নেতা! এবার বিতর্কে সোনারপুর কলেজEng vs Ind: বুমরাহর জন্য প্রস্তুত থাকতে হবে, জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়কমাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! টেকঅফের পরপরই ৫১ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে ফিরল ইন্ডিগো বিমানমাধুরীর গানে ঠোঁট মিলিয়ে রিল, তরুণী পুলিশ অফিসারের পোস্ট ভাইরাল, অস্বস্তিতে কর্তারা১৭ বছর পর একসঙ্গে ‘খান ব্রাদার্স’! ‘এক দিন’ ছবিতে টাকা ঢালবেন আমির-মনসুর

'মাই লুকালাইক'! পরিণীতির ছবি পোস্ট করে ফ্যানেদের চমকে দিলেন সাইনা নেহওয়াল

দ্য ওয়াল ব্যুরো: সাইনা নেহওয়াল? না পরিণীতি চোপড়া? সাইনা নেহওয়ালের পোস্ট করা ছবি দেখে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ফ্যানেরা। ক্যাপশন দেখে যদিও কনফিউশন কেটে যায় সকলের। ছবির নীচে সাইনা লিখেছেন, "মাই লুকালাইক!"। পরিণীতির এমন ছবি দেখে রীতিমতো চমকে

'মাই লুকালাইক'! পরিণীতির ছবি পোস্ট করে ফ্যানেদের চমকে দিলেন সাইনা নেহওয়াল

শেষ আপডেট: 8 November 2020 02:43

দ্য ওয়াল ব্যুরো: সাইনা নেহওয়াল? না পরিণীতি চোপড়া? সাইনা নেহওয়ালের পোস্ট করা ছবি দেখে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ফ্যানেরা। ক্যাপশন দেখে যদিও কনফিউশন কেটে যায় সকলের। ছবির নীচে সাইনা লিখেছেন, "মাই লুকালাইক!"। পরিণীতির এমন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা। ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল আর অভিনেত্রী পরিণীতি চোপড়ার ফ্যানেদের জন্য একটা সুখবর আছে। সাইনার বায়োপিক তৈরি হচ্ছে। তাতে সাইনার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। ছবির শুটিংয়ের একটা ছবি পোস্ট করে সকলের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নিলেন সাইনা। ছবির সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #সাইনামুভি, #লুকিংফরোয়ার্ড, #সাইনাবায়োপিক। পোস্ট দেখে পরিণীতির ফ্যানেরা তো বেজায় খুশি। বহুদিন পর তাঁকে ফের অভিনয় করতে দেখবেন এটা জেনেই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সেই পোস্ট। গতবছরই এই ছবির শুটিং শুরু হয়েছিল। শুরুর প্রথমেই পরিণীতির ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন সাইনা। অভিনেত্রী সহ গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, "লুকিং ফরওয়ার্ড টু দিজ জার্নি টুগেদার! মাই বেস্ট ইউসেস টু দ্য টিম।"। তবে এই ছবির জন্য সাইনার চরিত্রে প্রথমে শ্রদ্ধা কাপুরের অভিনয় করার কথা ছিল। এমনকি তিনি নাকি শুটিং শুরুও করেছিলেন। পরে কাজের চাপে, ও অন্যান্য ছবির শুটিংয়ের চাপে তিনি এই কাজটি ছাড়তে বাধ্য হন। পরে পরিণীতিকে প্রস্তাব দেওয়ায়, তিনি রাজি হয়ে যান এবং কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু করেন। এখন দর্শকরা শুধু এই ছবির রিলিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেই জানিয়েছেন।  

ভিডিও স্টোরি