শেষ আপডেট: 24 May 2023 02:15
সোমা লাহিড়ী
জামাইষষ্ঠীর (jamai sasthi) দিনটা আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা। শাশুড়ি মায়ের সঙ্গে জমিয়ে দোস্তি আর সবাই মিলে মস্তি আর ফিস্টিতে কেটে যায় দিনটা। এই স্পেশাল দিনে যেন শার্ট টিশার্ট পরতে মন চায় না। হয় ধুতি পাঞ্জাবি ,না হয় পাজামা পাঞ্জাবি চাই। আর তা যদি এক্সক্লুসিভ হয় তাহলে তো কেল্লাফতে। ডিজাইনার শ্যামসুন্দর বসুর রাইকিশোরী কালেকশনে পাঞ্জাবির অফুরন্ত স্টক (Rai Kishori dhoti-Punjabi collection)। এবার জামাইদের জন্য কী কী করেছেন ডিজাইনার জানা যাক তাহলে।
• নানান ফ্যাব্রিকের মিক্স ম্যাচ
রাইকিশোরী কালেকশনের জামাই সম্ভার এবার সেজেছে নানান ধরনের ফ্যাব্রিকের মিলমিশে। বাংলার জামদানির সঙ্গে হ্যান্ডলুম , জামদানির সঙ্গে তাঁত, ওপারা সিল্কের সঙ্গে খেস তসর ,ব্রোকেডের সঙ্গে বুটি দেওয়া ঢাকাই,হ্যান্ডলুমের সঙ্গে ইক্কত মিলেমিশে একেবারে অন্যরকম লুকে হাজির পুজোর জন্যে। শাড়িতে যেমন এখনসিলভার ও কপার জরি ট্রেন্ডে, তেমন পাঞ্জাবিতেও (Punjabi collection)। ব্ল্যাক ,নেভিব্লু ,বটল গ্রিন,স্নাফ ইত্যাদি গাঢ় রঙে কপার জরির কাজ করা জামদানি (Jamdani) ব্যবহার করা হয়েছে পাঞ্জাবিতে। ওপারা সিল্ক ও ব্রোকেডে প্রাধান্য পেয়েছে লাল সাদা-একেবারে উৎসবের রং।
• পাঞ্জাবির কাটিংয়েও নতুনত্ব
কথা হচ্ছিল ডিজাইনার শ্যামসুন্দর বসুর সঙ্গে। বললেন, সাধারণ কটিংয়ের পাঞ্জাবি তো তাঁর কালেকশনে আছেই,তার সঙ্গে যুক্ত হয়েছে মিক্স আন্ড ম্যাচের অফ বিট ডিজাইন। কখনও লম্বালম্বিভাবে কখনও তেরছা ভাবে আবার কখনও জিকজ্যাক ডিজাইনে ফ্যাব্রিক কেটে জুড়ে তৈরি হয়েছে নকশা। পাঞ্জাবির গলার ডিজাইনেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন ডিজাইনার।
• পাঞ্জাবির জুড়িদারও অনেক
পাঞ্জাবির সঙ্গে মানানসই জুড়িদার না হলে কিন্তু গেট আপ ভাল হয়না। রাইকিশোরী কালেকশনে নানা ধরনের অপশন আছে। জামাইষষ্ঠীর সময় অনেকে পাঞ্জাবির সঙ্গে ধুতি পরতে ভালবাসেন। তাই পাঞ্জাবির সঙ্গে রেডিমেড ধুতি তো আছেই ,রয়েছে চুড়িদার,বেলুন প্যান্ট, ট্রাউজার পাজামা,আলিগড়ি পাজামা। শ্যামসুন্দর বললেন,'শুধু পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করলেই তো হবে না, ফিগার অনুযায়ী কাকে কোনটা মানাবে সেটা দেখেই আমি সাজেস্ট করি ক্রেতাকে।'
• মেয়ে-জামাই কালেকশনে নতুনের ছোঁয়া
জামাইষষ্ঠীতে মেয়ে জামাইকে ম্যাচ করে শাড়ি আর পাঞ্জাবি দিতে চাইলে তাও আছে রাইকিশোরী কালেকশনে। জামাইয়ের জন্য পাতিয়ালা স্টাইলের পাজামার সঙ্গে সিম্পল সাদা পাঞ্জাবি ও ডিজাইনার জ্যাকেট, মেয়ের জন্য রং মিলিয়ে হালকা মসলিন শাড়ি,সঙ্গে পাফহাতা অরগেঞ্জা ব্লাউজ। প্যারট গ্রিন,পিঙ্ক আর সাদার কম্বিনেশন নজর কাড়বে ইয়াংস্টারদের।
আবার উৎসবের দিনে চিরাচরিত লাল সাদা কালার প্যালেট পছন্দ হলে রয়েছে মাঙ্গলিক মোটিফে কাঁথাকাজ করা র-সিল্কের ধুতিপাঞ্জাবি, সঙ্গে একই কম্বিনেশনের শাড়ি। তবে তাতে স্পেশাল লুক এনেছে নেটের ক্লোক বা রাউন্ড শেপের পঞ্চু। এছাড়া কটনেও অনেক ধরনের মেয়ে-জামাই সেট পাবেন। অনেক সেলিব্রিটিও রাইকিশোরী কালেকশনের ধুতি-পাঞ্জাবি ও শাড়ি পরতে ভালবাসেন। আপনারাও যোগাযোগ করতে পারেন 7001977163 নম্বরে।
ফ্যাশনের ঝড় এবার টলিউডেও, ছবি নিয়ে আড্ডায় কী কী বললেন 'ফাটাফাটি' ডিজাইনার অভিষেক দত্ত