অফিস, কফি ডেট, গেট টুগেদার, উইকএন্ড পার্টি কিংবা হোম সেলিব্রেশন—সব জায়গার জন্য ফিট এই কালেকশন।
নিজস্ব ছবি
শেষ আপডেট: 11 June 2025 03:27
দ্য ওয়াল ব্যুরো: রোজ অফিসে যেতে হয় ঠিকই, কিন্তু দিনের শেষে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা বা উইকএন্ডে ছোটখাটো পার্টি, কিংবা আত্মীয়র বাড়ির অনুষ্ঠান—এই সব জায়গায় এমন কিছু পোশাক দরকার হয়, যা একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনই স্টাইলিশও। একেবারে জমকালো সাজ-গোজ নয়, আবার একঘেয়ে পোশাকও নয়। এমন মাঝামাঝি ‘ফ্যাশন স্টেটমেন্ট’-এর খোঁজেই থাকেন অনেকে। ঠিক এই ভাবনাকে সামনে রেখে ফ্যাশন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার নিয়ে এলেন এক নতুন সম্ভার, নাম দিলেন ‘সিক্সচিক।’
অফিস, কফি ডেট, গেট টুগেদার, উইকএন্ড পার্টি কিংবা হোম সেলিব্রেশন—সব জায়গার জন্য ফিট এই কালেকশন। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই সম্ভারে পাবেন জাম্পস্যুট, শর্ট ড্রেস -সহ নানা রকম পোশাক। রঙে, কাটে, ডিজাইনে রয়েছে চমক।
স্রোতস্বিনী বললেন, 'প্রতিদিন আমাদের নানা ধরনের অনুষ্ঠান থাকে, কিন্তু কী পরব, সেটা অনেকসময় বুঝে উঠতে পারি না। সেই সব ক্যাজুয়াল মুহূর্তগুলোতেই যেন একটু স্টাইলের ছোঁয়া লাগে—এই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘সিক্সচিক’।'
এই কালেকশনের বড় আকর্ষণ এর কমফোর্ট আর কনফিডেন্স। এমন পোশাক যা শরীরের সঙ্গে মিশে যাবে অনায়াসে, আবার পরলেই নিজেকে মনে হবে ফ্যাশনিস্তা। এর আরেক আকর্ষণ হল দাম। মানে, ফ্যাশন ম্যাগাজিনে দেখা সেই সেলিব্রিটি লুক আপনার হাতের নাগালেই।