Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটক
Louis Vuitton Puts India on the Global Fashion

ফ্যাশনে এন্ট্রি হলুদ-কালো ‘অটো’র! লুই ভিতঁ-র ব্যাগে উচ্ছ্বসিত ভারতীয়রা, দাম শুনে চোখ কপালে

এর আগে প্লেন, ডলফিন, এমনকি লবস্টারের আকৃতিতেও ব্যাগ তৈরি করেছিল লুই ভিতঁ। কিন্তু ‘অটো ব্যাগ’ এক কথায় একদম অন্যরকম একটা ভাবনা। 

ফ্যাশনে এন্ট্রি হলুদ-কালো ‘অটো’র! লুই ভিতঁ-র ব্যাগে উচ্ছ্বসিত ভারতীয়রা, দাম শুনে চোখ কপালে

লুই ভিতঁ-র ব্যাগ

শেষ আপডেট: 3 July 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন দুনিয়ায় ভারতীয় ‘অটো’র রাজ। লুই ভিতঁ-র মেনস স্প্রিং-সামার ২০২৬ কালেকশনের র‌্যাম্পে উঠে এল হলুদ-কালো অটোরিকশা। এই অদ্ভুতুড়ে হ্যান্ডব্যাগের ছবি সামনে আসতেই শোরগোল পড়েছে ফ্যাশন দুনিয়ায়। কারণ একটাই, বিশ্ব বিখ্যাত ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস এই প্রথম ভারতের রাস্তাঘাটের চেনা যানটিকে এমন রাজকীয় ভঙ্গিতে মঞ্চে তুলেছে।

এই শোয়ের সঞ্চালনায় ছিলেন গায়ক-ডিজাইনার ফারেল উইলিয়ামস। গোটা কালেকশনটাই ছিল ভারতীয় ঐতিহ্য ও হস্তশিল্পকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা। তবে যা নিয়ে নেটপাড়ায় হইচই, তা হল লুই ভিতঁ-র ‘অটোরিকশা ব্যাগ’। ইনস্টাগ্রামে এই ব্যাগের একটি ভিডিও শেয়ার করেন জনপ্রিয় ফ্যাশন ক্রিয়েটর ডায়েট পরোটা। ক্যাপশনে লেখেন, 'এনআরআই-রা তো পাগল হয়ে যাবে এটা দেখে। গত রাতে র‌্যাম্পে যদি এটা দেখাত, মজাই হত!'

ব্র্যান্ডের স্বাক্ষর মোনোগ্রাম প্রিন্ট দিয়ে তৈরি এই ব্যাগটি দেখতে ঠিক যেন একটি ছোট্ট অটোরিকশা। আছে চাকা, আছে হ্যান্ডল, সবই করা হয়েছে উন্নতমানের ক্যামেল-রঙের লেদার দিয়ে।

এর আগে প্লেন, ডলফিন, এমনকি লবস্টারের আকৃতিতেও ব্যাগ তৈরি করেছিল লুই ভিতঁ। কিন্তু ‘অটো ব্যাগ’ এক কথায় একদম অন্যরকম একটা ভাবনা।

অনুমান করা হচ্ছে, এই ব্যাগটির দাম হবে রীতিমতো চোখ কপালে তোলার মতো। কত দাম, তা এখনও জানা যায়নি। 


ভিডিও স্টোরি