Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসকবর্ষায় ইলিশের বাহার, কলকাতার সেরা পাঁচতারা হোটেলে শুরু 'হিলসা ফেস্টিভ্যাল', কবে কোথায়?এখন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কেউ বলে না! শিল্পান্নর উদ্বোধনে বললেন মমতানিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি
Fab India new collection

পোশাকেই কামাল, বৃষ্টি-গরমে ফ্যাব ইন্ডিয়া নিয়ে এল নতুন কাজে যাওয়ার পোশাকের কালেকশন

আবহাওয়া আর পেশাদারিত্ব, দুটোকে ম্যানেজ করা কি আর কম কথা? এই ভারসাম্যের গল্প নিয়েই বাজার কাঁপাতে আসছে ফ্যাব-ইন্ডিয়া। বাস্তবের সঙ্গে যুক্ত হয়েছে স্টাইল।

পোশাকেই কামাল, বৃষ্টি-গরমে ফ্যাব ইন্ডিয়া নিয়ে এল নতুন কাজে যাওয়ার পোশাকের কালেকশন

ফ্যাব ইন্ডিয়ার জমকালো কালেকশন।

শেষ আপডেট: 27 July 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আকাশটা দেখলে কেমন বেভুল হয়ে যেতে হয়! এই ঝমঝমিয়ে বৃষ্টি! এই প্যাচপ্যাচে গরম! এদিকে সারাক্ষণ একটা গুমোট ভাব! এই অবস্থায় রাস্তায় বেরোলেই চিন্তায় থাকতে হয়, কী পরে বেরোলে ভাল হয়। শুধু জামা হলেই হল না, সঙ্গে মানানসই প্যান্ট থাকতে হবে। কাজের জগতে যেতে হবে। আবহাওয়া আর পেশাদারিত্ব, দুটোকে ম্যানেজ করা কি আর কম কথা? এই ভারসাম্যের গল্প নিয়েই বাজার কাঁপাতে আসছে ফ্যাব-ইন্ডিয়া। বাস্তবের সঙ্গে যুক্ত হয়েছে স্টাইল। দ্য ওয়াল 'ঘরে-বাইরে'-র সঙ্গে দেখে নিন, ফ্যাব ইন্ডিয়ার একেবারে ঝাঁ চকচকে নতুন কালেকশন। 

হোয়াইট কটন সিল্ক প্রিন্টেড জামা

ঢিলেঢালা, হালকা, গরমেও ভাল, গুমোটেও আরাম। এই পোশাকের সবচেয়ে ভাল দিক, এর বহুমুখিতা। এই প্রিন্টেড জামা পরে যেমন অফিস চলে যাওয়া যায়, তেমনই কোনও অনুষ্ঠানের 'এথনিক' সাজেও দিব্যি চালিয়ে দেওয়া যায়। 

নীল সুতির স্লিম ফিট জিলে

উচ্চারণে 'জিলে' হলেও আদতে বানান দেখে মনে হতে পারে 'গিলেট'। দেখতে যেমন রাজকীয়, পরলে ভাবখানাও তেমনই আসে। মনে হবে, যেন পেল্লায় কেউ এলেন, বাজখাঁই কোনও বৈঠকে যোগ দেবেন। অফিসে যোগ দেওয়া হোক বা জরুরি বৈঠকে যাওয়া হোক, 'জিলে'-র জুড়ি মেলা ভার। পুরুষদের আভিজাত্যের সেরা চিহ্ন হিসেবে ধরা যেতে পারে। 

ব্রাউন শাড়ি

পেশাদারিত্ব ও আভিজাত্যে জিলের যোগ যেমন বাড়তি মাত্রা যোগ করে, তেমনই মেয়েদের ক্ষেত্রে ব্রাউন শাড়ি। ফ্লোয়িং ফ্যাব্রিকে হালকা এই শাড়িতে পরিশীলিত ড্রপিং স্টাইল একইসঙ্গে আরাম ও নজরকাড়া লুক দুইই দিতে পারে। অফিসে বড়সড় কোনও কাজ আছে? নির্ভাবনায় পরে চলে যেতে পারেন। 

অরেঞ্জ কটন স্লিম ফিট মিড প্লাকেট শার্ট

একনজরে কুর্তার সঙ্গে গুলিয়ে যেতে পারে। কিন্তু এই পোশাকে আধুনিকতার সঙ্গে রয়েছে আরাম ও ঐতিহ্যের সমাহার। যথেষ্ট উজ্জ্বল এই পোশাক ফ্যাব ইন্ডিয়ার সংগ্রহের বাড়তি আকর্ষণ। অফিস ও ক্যাজুয়াল, দুই আবহেই দিব্যি মানানসই হতে পারে এটি।

সবুজ লিনেন ব্লেন্ড স্লিম ফিট রেগুলার শার্ট

এই জামা দেখলে লালমোহনবাবু নিশ্চিতভাবেই ফেলুদাকে বলতেন, 'ক্যাজুয়াল'-এর মধ্যেও যে একটা 'ইয়ে' থাকতে পারে, এটা না দেখলে বিশ্বাস হত না মশাই! অফিস, মিটিং, পারিবারিক অনুষ্ঠান থেকে বন্ধুদের সঙ্গে টুকিটাকি বেরনো, যাই করুন না কেন, এই জামাতে মানিয়ে যাবেই। 

নেভি কটন প্রিন্টেড স্লিম ফিট কুর্তা

বিয়েবাড়ির এথনিক সাজ হোক বা কোনও পুজোবাড়ির অনুষ্ঠান, এই লম্বা কুর্তায় কিন্তু পাঞ্জাবীর মশলাও হার মেনে যাবে!  


ভিডিও স্টোরি