শেষ আপডেট: 14th November 2023 17:44
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়া আখতারের নতুন ছবি ‘দ্য আর্চিস’। সিনেমার গল্পে ছয়ের দশকের প্রেক্ষাপটে ভারতের এক ছোট্ট পাহাড়ি শহর ও সেখানকার ৭জন বন্ধুর গল্প তুলে ধরা হবে। তবে ছবির থেকেও বেশি আলোচনা হচ্ছে ছবির কাস্টিং নিয়ে। আর তাতেই ফের উঠে আসছে নেপোটিজমের অভিযোগ।
এবার এই নিয়ে পাল্টা ক্ষোভপ্রকাশ করলেন জোয়া আখতার। পরিচালকের দাবি, ছবির থেকেও বেশি ছবির তিন কাস্টিং নিয়ে কথা হচ্ছে। এটা উচিত নয়। এরপর জোয়া আরও বলেন, “আমি আগেও পরিষ্কারভাবে জানিয়েছি কেন ‘দ্য আর্চিস’ ছবিতে সুহানা, খুশি ও অগ্যস্তকে নিয়েছি। ওঁদের নেওয়ার জন্য আমায় কোনওরকম চাপ দেওয়া হয়নি।”
উল্লেখ্য, ছবিতে ৭ বন্ধুর চরিত্রে যারা অভিনয় করেছেন, তারমধ্যে তিনজনই স্টারকিড। শ্রীদেবী কন্যা খুশি কাপুর, শাহরুখের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। একটা ছবিতে তিন তিনজন স্টারকিড—এই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। এতেই আপত্তি জোয়ার। আর সেই নিয়েই নিন্দকদের কড়া কথা শোনালেন পরিচালক।
জোয়ার কথায়, “যারা বারবার এই তিনজনের নাম নিয়ে কুমন্তব্য করছেন, তাঁদের উদ্দেশে বলি, আপনারাই কিন্তু এদের বেশি গুরুত্ব দিচ্ছেন। ছবিতে আরও চারজন বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আছে। তাঁদের নিয়ে কোনও আলোচনাই দেখছি না। আমার মনে হয়, ওঁদের নিয়ে আরও কথা বলা উচিত। কিন্তু আপনারাই তাঁদের নিয়ে চুপ থাকছেন।”
একই কথা শোনা গিয়েছে ছবির অন্যতম প্রযোজক রিমা কাগতির মুখেও। তিনি বলেছেন, “অনেকেই আমায় এসে বলছেন, আমরা তিন স্টারকিডকে ছবিতে নিয়েছি। আমি পাল্টা জিজ্ঞাসা করেছি, আমাদের ছবিতে তো মোট সাতটা বাচ্চা রয়েছে। বাকিদের নাম জানেন? তাঁদের নিয়ে কোনও আগ্রহ আছে? আসলে এসবই লোক দেখানো।”