ফারহান-হৃতিক-অভয়
শেষ আপডেট: 22nd January 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: তিন বন্ধুর গল্প। এমন এক নিখাদ বন্ধুত্বের গল্পে জমেছিল ২০১১ সালের ছবি। জিন্দেগি না মিলেগি দোবারা (ZNMD 2)। এমন পর্যায় চলে গিয়েছে সেই ছবি নিয়ে উচ্ছাস, যেখানেই দেখা গিয়েছে ‘থ্রি মাস্কিটিয়ার্স’কে একসঙ্গে, প্রশ্ন উঠেছে। কী সেই প্রশ্ন?
কবে আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিকোয়েল? একাধিকবার এমন প্রশ্নের উত্তর দিয়ে ক্লান্তও হয়ে পড়েন পরিচালক জোয়া আখতার। তবুও আশায় দিন গুনছেন কত শত অনুরাগী। এবার এই সিকোয়েল প্রসঙ্গে ফের পড়ল ধুনো।
অভিনেতা ফারহান আখতার আজ ইনস্টাগ্রামে হৃতিক, অভয় দেওয়ল এবং নিজেকে রেখেই একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ‘থ্রি মাস্কিটিয়ার্স’ শিরোনামের একটি বই! ফরাসি লেখক আলেক্সাঁদ্র্ দ্যুমার লেখা ‘থ্রি মাস্কিটিয়ার্স’ বইটি বেশ জনপ্রিয়। এবং এই নামটিকে ব্যবহার করা হয় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র একটি জনপ্রিয় দৃশ্যতেও, যেখানে ইমরান কুরেশি (ফারহান আখতার) বলেন যে, তাঁর বন্ধু অর্জুন সালুজা (হৃতিক রোশন) এবং কবির দেওয়ানকে (অভয় দেওল) স্কুলে ডাকা হতো ‘থ্রি মাস্কিটিয়ার্স’ নামেই। কারণ, এই তিনজনকে সবসময় একসাথেই, সব জায়গায় দেখা যেত।
ক্যাপশনে ফারহান আখতার সিকোয়েল নিয়ে যাবতীয় উৎকণ্ঠাকে খানিক উস্কে দিয়েই পরিচালক বোনকে ট্যাগ করে লেখেন, ‘জোয়া তুমি কি কিছু লক্ষণ দেখতে পাচ্ছো?’
ফারহান আখতার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে ত্রয়ীকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্লিপে, বেইজ রঙের টি-শার্ট এবং কালো জ্যাকেট এবং বাদামি রঙা সানগ্লাস পরা অভয় দেওয়লকে বইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। হৃতিকও ওই একইভাবে বইটির দিকে তাকিয়ে বলেন, ‘অবিশ্বাস্য’, ফারহান তাতে যোগ করে বলেন, ‘অসাধারণ’। শেষমেশ ক্যামেরা ঘুরে যায় শেলফে রাখা ক্লাসিক অ্যাডভেঞ্চার উপন্যাস ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’-এ।
View this post on Instagram
তাহলে কি আসছে ZNMD 2? না তা অবশ্য জানা যায়নি।
গত বছর, ফারহান আখতারকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ফারহান বলেন, ‘এটা জোয়াকে জিজ্ঞেস করা উচিৎ। ১০০% আমি এটা করব। এটা করার জন্য আমি সবটা দিয়ে দিতে পারি। হৃতিক, ক্যাটরিনা, অভয়, সবাই বহুবার জোয়াকে বলেছে, কিছু একটা ভাবো। কিন্তু ও চাইছে নতুন কিছু করতে।’
জোয়া আগে নিশ্চিত করেছিলেন যে হৃতিক, ফারহান এবং অভয় দেওল ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-তে কাজ করতে ভীষণ আগ্রহী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘এই ছবিটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তাই, যদি আমরা সিকোয়েলে সত্যিকারের এমন কিছু খুঁজে পাই, তাহলে করব। শুধুমাত্র টাকার জন্য সিকোয়েল করব না। দর্শকরা যখন ওটা দেখতে আসবে, তাঁদের কিছু প্রত্যাশা থাকবে, এবং আমাদের তা পূরণ করতেই হবে, না হলে অপূর্ণতা থেকে যাবে!’