শেষ আপডেট: 9th June 2023 03:50
হাতি মানুষের সংসার থেকে আদিবাসী পরিবার, অচেনা উত্তরবঙ্গের ঘরে ঘরে জি বাংলা
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ মানেই কলকাতার সাধারণ মানুষের কাছে দার্জিলিংয়ের ম্যাল অথবা রোমান্টিক পাহাড়ি ঝর্নার ধারে বেড়াতে গিয়ে নিসর্গ ফ্রেম বন্দি করা। কিন্তু বেড়াতে গিয়ে যে মানুষগুলির থেকে পর্যটকরা মোমো কিনে খান অথবা যে আদিবাসীরা মনোরঞ্জন করেন নাচ দেখিয়ে তাদের জীবনটা আসলে ঠিক কেমন সে সম্পর্কে খোঁজ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না কেউই।
তবে, বাঁধা গতের বাইরে চিরকালই অন্যরকম ভাবনার খোরাক পান দর্শক জি বাংলার কাছ থেকে। সেই কারণেই ঘরে ঘরে জি বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। যে আদিবাসী ভাওয়াইয়া শিল্পী অথবা মূর্তি নদীর ধারে মোমোর দোকান চালানো দম্পতির কোনদিন আসা হবে না কলকাতার ঝাঁ চকচকে আলোর কাছাকাছি, জি বাংলার পক্ষ থেকে অপরাজিতা এবং বিশ্বনাথ নিজেরাই পৌঁছে গিয়েছেন তাঁদের ঘরে ঘরে।

১২ জুন থেকে টানা ১৭ জুন পর্যন্ত চলবে ঘরে ঘরে জি বাংলার উত্তরবঙ্গ স্পেশাল পর্ব। সেখানে যেমন অপরাজিতা পৌঁছে যাবেন জলপাইগুড়ির মেয়ে অভিনেত্রী নবনীতা মালাকারের বাড়িতে, তেমনই ঘুরবেন উত্তরবঙ্গের আরও নানা আনাচ কানাচ।
লাটাগুড়ির গভীর জঙ্গলে যেখানে হাতির সঙ্গেই আপোস করে থাকতে হয় মানুষকে তেমন পরিবারের গল্প যেমন জানতে পারবেন জি বাংলার দর্শকরা, পাশাপাশি, বক্সা-জয়ন্তীর আদিবাসী পরিবারে যেখানে পর্যটকদের নাচ দেখিয়েই মনোরঞ্জন করেন বাসিন্দারা সেই পরিবারের রোজনামচাও উঠে আসবে আলাপচারিতায়। উত্তরবঙ্গের পটুয়া পরিবারেও পৌঁছে যাবেন অপরাজিতা, শুনে নেবেন তাদের না জানা অনেক গল্প।

সব মিলিয়ে সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রকৃতির কোলে মিশে থাকা একাধিক পরিবারের খুঁটিনাটি জানা যাবে অপরাজিতা এবং বিশ্বনাথের হাত ধরে। এক অচেনা উত্তরবঙ্গকে জানতে গেলে দেখতে হবে ঘরে ঘরে জি বাংলা।
রাজপ্রাসাদে বিয়ে সারবেন আম আদমির রাঘব! পরিণীতিও হাঁটলেন দিদির পথেই