শেষ আপডেট: 9th November 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় নিজের দমেই পা রেখেছিলেন। এক কথায় তিনি যে খুব একটা ফিল্মি ঘরানার, তা একেবারেই নয়। এমনকি বলিউডে নেই কোনও ‘গডফাদার’-ও। তবে প্রথম দিকে খুব যে বেশি স্ট্রাগল করতে হয়েছে, এমনটাও বলা যায় না। কথা হচ্ছে জারিন খানের। ক্যারিয়ারের প্রথম ছবিতেই সলমন খানের নায়িকা। ফলে বলিপাড়ার একাংশের মত, তিনি নাকি অতি সহজেই বলিউডে ঢোকার টিকিট পেয়ে গিয়েছিলেন। তা-ও আবার সলমন খানের বিপরীতে কাজের সুযোগ।
প্রথম ছবি সলমন খানের সঙ্গে হলেও, তার ফায়দা তুলতে ব্যর্থ জারিন খান। এই অভিনেত্রীর ১২ বছরেরও বেশি কেটে গিয়েছে বলিউডে। কিন্তু তারপরেও, প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের নাম লেখাতে পারেননি। কারণ কি তবে অভিনয় দক্ষতার অভাব? নাকি ভাইজানের সঙ্গে ছবি করাই আসল 'কাল' তাঁর জীবনে? অবশেষে সত্যিটা জানালেন অভিনেত্রী।
সলমনের ছবি ‘যুবরাজ’-এর সেটে গিয়েছিলেন শ্যুটিং দেখতে। সেটা ২০০৮ সাল। ‘যুবরাজ’-এর পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে শ্যুটিং করার পাশাপাশি নিজের পরের ছবি ‘বীর’-এর নায়িকা পেয়ে গিয়েছিলেন সলমন।
বলিউড সূত্রে খবর, জারিনকে সেটে দেখামাত্রই সলমন নায়িকা হিসেবে জারিনকে পছন্দ করে ফেলেন। এমনকি সেই সেটেই অভিনয় করার অফারও দিয়েছিলেন সলমন। জারিনকে নিয়ে কথা বলতে গিয়ে সলমন এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'জারিনকে দেখে মনে হয়েছিল, ওঁকে একেবারে আমার পরের ছবির নায়িকার মতো দেখতে। ঠিক যেন ‘বীর’-এর মিষ্টি রাজকুমারী। তাই তখনই আমি ঠিক করেনি ও আমার সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করবে।'
সলমনের সঙ্গে প্রথম ছবি করার স্বপ্ন পূরণ হলেও, কটাক্ষে মুখে পড়তে হয়েছিল জারিনকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল জারিনের ‘বীর’। তাঁর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। সমালোচকদেরও একটাই বক্তব্য, ওটা সিনেমা জুড়ে নাকি জারিনের একটাই অভিব্যক্তি দেখা গিয়েছে।
তবে বলিউড থেকে পড়ে যাওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবেননি। ব্লকবাস্টার ছবি ‘রেডি’-তে একটি আইটেম গানে মুখ দেখানোর পর অবশ্য ‘হাউসফুল-২’ এ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করেছিল। তারপর থেকে যে তিনি একের পর এক হিট ছবি দিয়েছেন এমনটা নন। তবে তামিল বা তেলুগু ছবিতে কাজ করেছেন। তবে সেখানেও অধরা সাফল্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি বলিউডে তেমনভাবে কোনও ছাপ ফেলতে পারেননি? উত্তরে অভিনেত্রী জানান, 'এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে খুব স্পেশাল হতে হবে। এক কথায় সমস্ত পার্টিতে যেতে হবে। তাছাড়া বলিউডের অন্যান্য লোকজনের সঙ্গে নেটওয়ার্কিং করাটাও জরুরি। আমি কোনওদিনই বুঝে উঠতে পারিনি, পার্টিতে যাওয়াটা অতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া কখনও কখনও মনে হয়, ক্যারিয়ারের প্রথম ছবিটা ভাইজানের সঙ্গে হয়েছে বলে, সেটাকেই সবাই মনে রেখেছে। ফলে এইসবের মধ্যে চাপা পড়ে গিয়েছে আমার অভিনয় দক্ষতা।'