শেষ আপডেট: 16th April 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: জাহির খান ও সাগরিকা ঘাটগের (Zaheer Khan And Sagarika Ghatge) কোল আলো করে এল পুত্র সন্তান। নতুন সদস্যের নাম রাখলেন ‘ফতেহসিংহ খান।’ বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই খবর শেয়ার করেন দম্পতি। সাদা-কালো ছবিটিতে দেখা যায়, জাহির খান কোলে নবজাতককে নিয়ে বসে আছেন, আর সাগরিকা তাঁর কাঁধে হাত রেখে তাকিয়ে আছেন।
ছবির ক্যাপশনে লেখেন, 'ভালবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় পুত্র ফতেহসিংহ খানকে স্বাগত জানাচ্ছি।'
এই ঘোষণার পর কমেন্ট সেকশন ভেসে যায় অভিনন্দন বার্তায়। অভিনেতা অঙ্গদ বেদী লেখেন, 'ওয়াহেগুরু।' প্রাক্তন স্পিনার হরভজন সিং লিখেছেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন। ওয়াহেগুরুর কৃপা থাক।' এই অঙ্গদের জন্যই তাঁদের সম্পর্ক পরিণতি পেয়েছিল বলে একবার জানিয়েছিলেন সাগরিকা।
এক সাক্ষাৎকারে তাঁর ও জাহিরের প্রেমকাহিনী নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেছিলেন শুরুর দিকের কথা। বলতে শোনা যায়, 'জাহির খান তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। দ্বিধাবোধ করতেন। পরে অঙ্গদ মাঝখানে না এলে সম্পর্ক শুরুই হতো না। প্রথম যেবার দেখা হয়, তখন ও আমার সঙ্গে কথাও বলত না। কেউ একজন ওকে বলেছিল, ওই মেয়ের সঙ্গে সিরিয়াস হলে তবেই কথা বলো, না হলে দরকার নেই। ওর মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল।'
তিনি আরও বলেন, 'অঙ্গদ আমাদের কাছে নিয়ে এসেছে।'
প্রসঙ্গত, ২০১৬ সালে যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়েতে প্রথমবার একসঙ্গে জনসমক্ষে এসেছিলেন জাহির ও সাগরিকা। এরপর ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। এবার সন্তানের আগমনে স্বভাবতই খুশিতে ভাসছে জাহির-সাগরিকার পরিবার।