শেষ আপডেট: 8th January 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই বিতর্কে ঘৃতাহুতি করলেন ধনশ্রী এবং যুজবেন্দ্র নিজেরাই। ইতিমধ্যে তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। চাহাল ধনশ্রী বর্মার সঙ্গে তার সব ছবি ডিলিট করে দেন।
২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁরা খুব সাদামাটাভাবে বিয়ে করেছিলেন। এখন, বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে, নেটিজেনরা তৃতীয় ব্যক্তির কথা বলছেন। বিশেষ করে, ধনশ্রী ও কোরিওগ্রাফার প্রতীক উতেকারের একটি ছবি ভাইরাল হয়েছে, যেটি বেশ কিছু মানুষ মনে করছেন একটি পার্টি থেকে তোলা হয়েছে।
এই অবস্থায়, চাহাল তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, 'নীরবতা এমন একটি সুর, যা কেবল তাদেরই শুনতে পাওয়া যায় যাঁরা শান্তভাবে গোলমালের ওপর দিয়ে উঠতে পারে।'
এনডিটিভি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়াকে নাকি ঘনিষ্ঠ সূত্র এই খবরটি কনফার্ম করেছে। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন একেবারে সত্যি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু, কী কারণে এই ডিভোর্স হচ্ছে, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। কিন্তু, তাঁরা যে অনেকদিন ধরেই একে অপরের থেকে দুরত্ব বজায় রাখছিলেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট ছিল।
এখনও পর্যন্ত, তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ধনশ্রী বর্মা, যিনি দুবাইয়ে জন্মগ্রহণ করেন, পরে মুম্বইতে এসে পড়াশোনা করেন। প্রথমে দন্তচিকিৎসক হিসেবে কাজ শুরু করেছিলেন, পরে নাচে আগ্রহী হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতে শুরু করেন এবং সেখান থেকেই তাঁর পরিচিতি বাড়ে।