শেষ আপডেট: 26th March 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: মার্চের ২০ তারিখ আইনি ভাবে আলাদা হলেন চাহাল ও ধনশ্রী বর্মা। দু'জনের দু'টি পথ হল আলাদা। তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। কেউ কেউ খাঁড়া করেছেন পরকীয়া তত্ত্বও। বিচ্ছেদ নিয়ে যেহেতু এখনও পর্যন্ত একটা বাক্যও খরচ করেননি ধনশ্রী ও চাহাল, সেই কারণে গসিপ আরও বেড়েছে। কী কারণে হল বিচ্ছেদ? মুম্বইয়ের বিখ্যাত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি এবার সেই নিয়েই মুখ খুলেছেন। তাঁর অনুসন্ধান জানাচ্ছে, পরকীয়া নয়। বরং যুজবেন্দ্র ও ধনশ্রীর বিচ্ছেদের নেপথ্যে রয়েছে 'হরিয়ানা-মুম্বই' ঝামেলা! সেটি কী? জেনে নেওয়া যাক।
২০২০ সালে বিয়ে করেন ধনশ্রী ও চাহাল। চাহালদের বাড়ি হরিয়ানা। সেখানেই তাঁর বাবা-মা থাকেন। বিয়ের পর সস্ত্রীক সেই বাড়িতেই ওঠেন চাহাল। প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল। তবে যত দিন এগিয়েছে ধনশ্রীরও কেরিয়ার এগিয়েছে। নৃত্যশিল্পী হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। বিনোদনের গর্ভগৃহ মুম্বই। ধনশ্রী নাকি চেয়েছিলেন হরিয়ানা ছেড়ে মুম্বইয়ে পাকাপাকি ভাবে এসে থাকতে। কিন্তু না, তা সম্ভব হয়নি। বা বলা ভাল, চাহাল রাজি হননি। আর সেই থেকেই সম্পর্কে তিক্ততার সূত্রপাত। চাহাল সাফ জানান, হরিয়ানা তাঁর শিকড়। সেই শিকড় উপড়ে ভিনরাজ্যে বাবা-মাকে ছেড়ে থাকা সম্ভব নয়। ওদিকে ধনশ্রীও নিজের কেরিয়ার এভাবে ছাড়তে রাজি ছিলেন না। ফলস্বরূপ বিচ্ছেদ। যদিও ধনশ্রী বা চাহালের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য আসেনি।
জানা গিয়েছে খোরপোশ হিসেবে চাহালের থেকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী। সেই টাকা দিতে রাজিও হয়েছেন চাহাল। ইতিমধ্যেই ২ কোটি ৩৭ লক্ষ দিয়েও দিয়েছেন। এও শোনা যায়, ইতিমধ্যেই নাকি নতুন সম্পর্কেও জড়িয়েছেন চাহাল।