শেষ আপডেট: 22nd February 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর স্ত্রী, জনপ্রিয় নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদের খবর ঘিরে সরগরম বিনোদন ও ক্রীড়ামহল জগৎ। শোনা যাচ্ছে, এই দম্পতি ইতিমধ্যেই মুম্বইয়ের আদালতে হাজির হয়েছেন বিচ্ছেদের জন্য। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতে দু'জনেই স্বীকার করেছেন যে, তাঁরা গত ১৮ মাস ধরে আলাদা থাকছেন (Divorce)।
বিচ্ছেদের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মিলমিশ হচ্ছে না। ফলে সম্পর্কেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। সমাধান করার চেষ্টা করলেও, তা সম্ভব হচ্ছে না কিছুতেই। ফলে একে অপরের থেকে দূরে সরে যাওয়াই ঠিক বলে মনে করছেন চাহাল ও ধনশ্রী। যদিও তাঁদের আইনজীবীর দাবি, বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি, প্রক্রিয়া চলছে। তিনি বলেন, 'এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক নয়। মিডিয়া যেন তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর খবর না ছড়ায়।'
সোশ্যাল মিডিয়ায় এমনও দাবি করা হচ্ছে, ধনশ্রী নাকি খোরপোশ হিসেবে চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা দাবি করেছেন। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত নাকি এক টাকাও দেননি। এই খবর ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তবে এই দাবির সত্যতা নিয়েও ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন। সত্যিই কি ধনশ্রী এমন বিপুল অঙ্কের খোরপোশ চেয়েছেন? না কি এটা নিছক গুজব?
এ বিষয়ে তাঁদের পরিবারের এক সদস্য বলেন, 'এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধনশ্রী কখনওই কোনও অ্যালিমনি দাবি করেননি। এমন ভিত্তিহীন খবর শুধু তাঁদের ব্যক্তিগত জীবনকেই নয়, তাঁদের পরিবারকেও জল্পনায় টেনে আনা হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি, দয়া করে সত্যতা যাচাই না করে এমন খবর ছড়াবেন না।'
এই নিয়ে এখনও পর্যন্ত চাহাল বা ধনশ্রী কেউই আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তাঁদের বিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত খবর সামনে আসছে, তার সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।