শেষ আপডেট: 8th January 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: ব়্যাপার-কোম্পোজার হানি সিং সম্প্রতি পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বর্ডারলেস ভাই'। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
এই পোস্টের পর, অনুরাগীরা আশা করছেন, তাঁদের নতুন কোনও অ্যালবাম আসছে কিনা। অনেকেই সেই প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে। আরেকজন লিখেছেন, 'আদাত এক্স ব্লু আইজ - কোল্যাবোরেশন আসছে।' অন্য একজন ভক্ত কমেন্ট করেছেন, 'যখন সুরের জিনিয়াস র্যাপ জিনিয়াসের সঙ্গে দেখা করে।'
View this post on Instagram
হানি সিং আবারও সঙ্গীত দুনিয়ায় ফিরে এসেছেন। সম্প্রতি দিল্লিতে এপি ধিলনের কনসার্টে হানি সিং এক ঝলক উপস্থিত হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। জ্যাজি বি-এর সঙ্গে মঞ্চ ভাগ করে হানি একটি দারুণ পারফরম্যান্স উপহার দেন। এছাড়া, হানি সিং বর্তমানে তাঁর ডকুমেন্টারি 'Yo Yo Honey Singh' নিয়ে খবরের শিরোনামে রয়েছেন।
এই ডকুমেন্টারিতে তিনি তাঁর কেরিয়ারের উত্থান, ব্যক্তিগত সংগ্রাম এবং ফিরে আসা নিয়ে কথা বলেছেন। ডকুমেন্টারিতে তাঁর মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করার গোটা যাত্রা উঠে এসেছে। তবে আতিফের সঙ্গে নতুন কী গান আসছে, সেটারই অপেক্ষায় নেটপাড়া।