শেষ আপডেট: 26th March 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ছবির প্রচারে এসেছিলেন মুম্বইয়ের অভিনেতা যশপাল শর্মা (Yashpal Sharma)। আর শহরে এসে বাগবাজারের গ্যালিফ স্ট্রিটে (Galiff Street) পোষ্য হাটে (pet market) গেলেন অভিনেতা। একটি ছোট কুকুরছানা নিয়ে ছবিও তুললেন তিনি। উল্লেখ্য, এই প্রথম মুম্বইয়ের কোনও অভিনেতা ছবির প্রচারে গ্যালিফ স্ট্রিটের হাটে গেলেন।
হাটে এসে যশপাল বলেন, "কুকুররা হল প্রত্যেকটি মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রাণী। এদের অবশ্যই ভালবাসা এবং যত্ন নেওয়া উচিত।" এদিন তিনি একা নন, এসেছিলেন সেই একই ছবির সঙ্গীত পরিচালক মিমো। দু'জন মিলে গোটা হাট ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলেন। অভিনেতাকে চিনতে পেরে বহু সাধারণ মানুষ এগিয়ে এসে ছবিও তোলেন।
উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে বাঙালি পরিচালক কৌশিক করের ছবি 'ছিপকালি'। হিন্দিতে এই প্রথম কোনও ছবি বানালেন কৌশিক। ছবি পরিচালনা করলেও কৌশিক কর বাংলা নাট্য জগতের অন্যতম পরিচিত মুখ। মঞ্চে তাঁর দাপুটে অভিনয় একাধিকবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ফলত তাঁর নতুন ছবির দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সিনেমাপ্রেমীদের।
রহস্যমৃত্যু ভোজপুরী অভিনেত্রীর! বেনারসের হোটেলে উদ্ধার ঝুলন্ত দেহ