শেষ আপডেট: 14th November 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনই তাঁকে দিয়েছিল কাঙ্খিত সাফল্য, পরিচিতি। কিন্তু বছর নয়েক আগে টেলিভিশন ছেড়ে ফিল্ম কেরিয়ার শুরু করবার পর আর ওদিকে ফিরেও তাকাননি অভিনেতা যশ দাশগুপ্ত। তারপরে জিৎ, দেব, অঙ্কুশ, আবির- টলিউডের প্রথম সারির নায়কদের ছোটপর্দায় দেখা গেলেও, যশকে দেখা যায়নি।
কয়েক দিন ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, যে টেলিভিশনের পর্দায় ফিরছেন যশ। এনিয়ে এতদিন অভিনেতা কোথাও মুখ খোলেননি। এবার সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করলেন স্বয়ং যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সেই খুশির খবর নিজেই দিয়েছেন। জানিয়েছেন, তিনি টেলিভিশনের পর্দায় ফিরছেন। দর্শক তাঁকে স্টার জলসায় দেখতে পাবেন।
View this post on Instagram
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন, 'নমস্কার বন্ধুরা। তোমার সকলের জন্য একটা খুব খুশির খবর আছে। আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায়। দেখার হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই। চোখ রাখো স্টার জলসায়।' অর্থাৎ তাঁকে স্টার জলসার পর্দায় দেখা যাবে, একথা নিজেই জানালেন অভিনেতা। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল। কবে, কখন, কোন অনুষ্ঠানে দেখা যাব, তা জানাননি অভিনেতা। ফলে কৌতুহল কিছুটা থেকেই যাচ্ছে। সেই সঙ্গে অনুরাগীদের অপেক্ষা।
যশ দাশগুপ্ত বহুদিন আগেই রাজনীতির ময়দানে পা রেখেছেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও লড়াই করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। চণ্ডীতলা থেকে ভোটে দাঁড়ালেও পাননি জয়। বর্তমানে তাঁর ঝুলিতে তেমন কোনও সিনেমাও নেই। ফলে ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন বহু ভক্ত।