শেষ আপডেট: 27th January 2024 15:45
দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠিত হতে চলেছে টানা ২৪ ঘণ্টা নাট্যোৎসব। মিউনাস নাট্যদল আয়োজিত এই নাট্যোৎসবটি হবে তপন থিয়েটারে। ২৭ জানুয়ারি, সন্ধ্যে ৬টা থেকে ২৮ জানুয়ারি সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে এই উৎসব।
সূচনা হবে ২৭ জানুয়ারি দুপুর ২.৩০টে। উদ্বোধন করবে নাট্যোৎসবে অংশগ্রহণকারিরা। অনুষ্ঠান শুরু হবে সম্মানিয় ব্যক্তিদের সম্মান জ্ঞাপনের মধ্য দিয়ে। তারপর ৬টা শুরু হবে নাটক। সারা রাত ব্যাপি অনুষ্ঠান চলবে। কোন কোন নাটক মঞ্চস্থ হতে চলেছে রইল তার তালিকা।
সারারাত ব্যাপি নাটকের চল একসময় ছিল। তবে কোভিডের পর থেকে এটি কমে যায়। তবে আবার এরকম ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে দেখে খুশি নাটকপ্রেমীরা।