শেষ আপডেট: 13th January 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে দিল্লির রামজির ছোলে-ভাটুরের ভক্ত। ফুলকো ফুলকো ভাটুরে এবং কালচে রঙের ছোলা দিয়ে প্রাতরাশ সারাটা তাঁর ‘চিট ডে’-র বাঁধাধরা অঙ্গ। সেই খাদ্যরসিক বিরাট কোহলির মালিকানাধীন রেস্তোরাঁর খাবার নিয়ে এবার সরগরম হয়ে রইল সোশ্যাল মিডিয়া।
জলঘোলা শুরু হয়েছে ভুট্টার একটি ডিশকে কেন্দ্র করে। ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের ছাত্রী, স্নেহা প্রভু, সম্প্রতি হায়দরাবাদের 'ওয়ানএইট কমিউন' রেস্তোরাঁয় খাবার খেতে যান। মেনু কার্ড ঘেঁটে তিনি অর্ডার করেন কর্ন দিয়ে বানানো একটি পদ। মেনুতে লেখা: পেরি পেরি কর্ন রিবস। অথচ খাবারটি প্লেটে আসতেই দেখা যায় ভুট্টার কয়েকখান টুকরো এলোমেলোভাবে সস ও পেঁয়াজকলি ছড়িয়ে সার্ভ করা হয়েছে! তার দামও পঞ্চাশ, একশো নয়, পাক্কা ৫২৫ টাকা!
এতখানি পয়সা খরচ করে শেষে কিনা ভুট্টা সেদ্ধ! এক্স হ্যান্ডেলে সেই ভুট্টাসজ্জিত প্লেটের ছবি শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্নেহা— ‘আজ এটার পেছনে ওয়ানএইট কমিউনে ৫২৫ টাকা খরচা করলাম!’ মেনুকার্ড অনুযায়ী পেরি পেরি কর্ন রিবস গার্লিক আয়োলি, পার্মিসান চিজ এবং পেঁয়াজকলি দিয়ে সাজিয়েগুছিয়ে সার্ভ করার কথা ছিল বলে জানিয়েছেন ওই ছাত্রী। খাবারের প্রেজেন্টেশন, গুণমান এবং দাম—তিনটি বিষয়েই বিরাটের রেস্তোরাঁকে একহাত নিয়েছেন স্নেহা।
যদিও মেয়েটির অভিযোগ দেখে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। কেউ তাঁর পক্ষে, কেউ বিপক্ষে দাঁড়িয়েছেন। যেমন, একজন স্নেহাকে উদ্দেশ করে লিখেছেন ‘অর্ডার করার আগেই তো আপনি জানতেন প্লেটে কী আসতে চলেছে।’ কিংবা ‘এখানে টাকা কাটা হয় রেস্তোরাঁর সুন্দর পরিবেশ, চারপাশে থাকা সুবেশ ধনী মানুষ এবং দামি কাপপ্লেটের জন্য।… তুমি স্রেফ খাবারের জন্য পয়সা দাও না, পরিবেশের জন্যও ব্যায় করো।’ আবার ‘৪৫ টাকার সেদ্ধ ভুট্টার জন্য ৫২৫ টাকা!’ কিংবা ‘একটি মাত্র ভুট্টা কিনা এত টাকায়…’ লিখে কেউ কেউ স্নেহার পাশেও দাঁড়িয়েছেন।