শেষ আপডেট: 3rd May 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: চলছিল কনসার্ট। মঞ্চে সঙ্গীত পরিবেশনায় বিভোর শতাব্দীপ্রাচীন অর্কেস্ট্রা 'লস অ্যাঞ্জেলিস ফিলহারমোনিক'। পোশাকি নাম—'এলএ ফিল'। অকুস্থল, লস অ্যাঞ্জেলিসের গ্র্যান্ড এভিনিউতে অবস্থিত ওয়াল্ট ডিজনি কনসার্ট হল (Walt Disney Concert Hall)। অথচ সেই সঙ্গীতের এমনই মহিমা… যে, দর্শকাসনে বসেই প্রগাঢ় যৌন তৃপ্তিতে আশ্লিষ্ট হ'লেন জনৈকা দর্শক।
এমনই এক 'অনন্য' অভিজ্ঞতার সাক্ষী হলেন এলএ ফিলের দর্শকরা। তখন মঞ্চে চলছে রুশ সঙ্গীতকার পিটার চাইকোফস্কির বিখ্যাত 'ফিফথ সিম্ফোনি'। এই কম্পোজিশনও শতাব্দীপ্রাচীন, চাইকোফস্কি ১৮৮৮ সালের মে মাস নাগাদ এটি সম্পূর্ণ করেন। প্রথমবার পরিবেশিত হয়েছিল সেন্ট পিটার্সবার্গের মেরিনস্কি থিয়েটারে। এই অনন্য পরিবেশনার মাঝেই নাকি ততোধিক অনন্য এক কণ্ঠস্বরের সাক্ষী হ'ন দর্শকবৃন্দ। তাঁদের একজন, জনৈকা মলি গ্রান্ট 'লস অ্যাঞ্জেলিস টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রবল আবেগতাড়িত, তীব্র সেই শীৎকার (orgasm) শুনে প্রায় সকলেই সচকিত হয়ে পড়েন। তখনই তাঁদের চোখ পড়ে মহিলার দিকে। প্রবল জোরে শ্বাস পড়ছিল তাঁর, চোখেমুখে তৃপ্তি, পাশে বসে মিটিমিটি হাসছেন তাঁর সঙ্গী।
এ'হেন 'অর্গ্যাজম'-এর সাক্ষী হয়েও যদিও দর্শকরা কেউ বিশেষ উচ্চবাচ্য করেননি। সঙ্গীত পরিবেশকরাও বিন্দুমাত্র দমেননি। একইভাবে তাঁরা বাজিয়ে গিয়েছেন তার মাঝেও। যদিও অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। আরেক দর্শক জানিয়েছেন, অনেকে আওয়াজ শুনে ভেবেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ কোনও কারণে সচকিত হয়ে চেঁচিয়ে ফেলেছেন। বাকিরা কেউ ভেবেছিলেন, শারীরিক কোনও সমস্যা হল নাকি। মহিলা ততক্ষণে পার্টনারের কাঁধে এলিয়ে পড়েছেন, শরীরে তৃপ্তির ছাপ সুস্পষ্ট। পরে যদিও ধাতস্থ হতে ব্যাপারটা বোঝা যায়। যার বিবরণ দিতে এক দর্শক ট্যুইট করেছেন, 'লাউড অ্যান্ড ফুল বডি অর্গ্যাজম…'
কনসার্ট নির্বিঘ্নেই মিটেছে। সদস্যদের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। কেউ তেমন বিরক্তও হ'ননি। মলি গ্রান্ট উল্টে মৃদু হেসে জানিয়েছেন, 'ইট ওয়াজ বিউটিফুল'।
হলিউডে হরতাল, আজ রাত থেকে নতুন এপিসোডের জায়গায় দেখতে হতে পারে পুরনোগুলোই