শেষ আপডেট: 8th January 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খানের স্ট্রিটওয়্যার ব্র্যান্ড 'ড্যাভোল.এক্স' (Dyavol.x)-এর জন্য একটি ফটোশুট করেন। সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে শাহরুখকে কালো হুডিতে দেখা যাচ্ছে। আর সেই ব্র্যান্ডের লোগোও দেখা যাচ্ছে। আরিয়ান সাদা হুডি ও ধূসর জিনস পরে ছিলেন।
এর আগে, শাহরুখ ও আরিয়ানকে ব্র্যান্ডের নতুন কালেকশন 'X-3'-এর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। শাহরুখ তাঁর এক্স (আগে টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন, এই কালেকশনটি ১২ জানুয়ারি লঞ্চ হবে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, শাহরুখ রাতে একটি জাদুঘরে ঢুকে বিখ্যাত মোনালিসার ছবি সরিয়ে তাঁর জায়গায় ব্র্যান্ডের নতুন কালেকশনের একটি জ্যাকেট রাখছেন। এই জ্যাকেটকে “মাস্টারপিস” হিসেবে দেখানো হয়েছে।
View this post on Instagram
'Dyavol.x' ব্র্যান্ডটি আরিয়ান খান, বণ্টি সিং ও লেটি ব্লাগোয়েভা মিলে তৈরি করেছেন। এটি প্রথম প্রকাশ করে ২০২৪ সালে নিউইয়র্ক ফ্যাশন উইকে। ব্র্যান্ডটিতে স্ট্রিটওয়্যার ও স্পিরিটসের নানা জিনিস পাওয়া যায়।
পর্দায় শাহরুখকে শেষ দেখা গেছে রাজকুমার হিরানির 'ডাংকি' ছবিতে। তাঁর পরবর্তী ছবি 'কিং', যেখানে তিনি মেয়ের সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন। এই সিনেমার মাধ্যমে সুহানার বড় পর্দায় অভিষেক হতে চলেছে।