শেষ আপডেট: 22nd June 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ জুন সাত পাকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বলিউডের এক সেলেব্রেটির বিয়ে নিয়ে যতটা আলোড়ন তৈরি হওয়ার কথা তার থেকেও বেশি বিতর্ক তৈরি হচ্ছে। প্রথমে তো অভিনেত্রীর বাবা মেয়ের বিয়েতে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এবার সোশ্যাল মাধ্যমে আলোচনা চলছে এই নিয়ে যে, বিয়ের পর সোনাক্ষী ধর্ম বদলাবেন কিনা!
সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত বলিউডে। সম্প্রতি সলমন খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনই তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এখন যখন বিষয়টি সামনে এল তখন শুরু হয়েছে ধর্ম নিয়ে আলোচনা। তবে সত্যিই সোনাক্ষী নিজের ধর্ম বদলাবেন কিনা, তা নিয়ে জবাব দিয়েছেন জাহিরের বাবা।
''বিয়ে মানে মনের মিলন, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।'' সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে এমনটাই জানিয়েছেন জাহিরের বাবা। তাঁর সাফ কথা, সোনাক্ষী বিয়ের পর কোনও ভাবেই ধর্ম বদলাবেন না। সব মানুষ এক, কেউ নিজের ভগবানকে আল্লাহ বলেন, কেউ গড বলেন। তবে দিনের শেষে মানবতাই বড়।
প্রথমে শোনা গেছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করবেন দুই বলিউড তারকা। না, তেমনটা হচ্ছে না বলেই খবর। বরং বলিউডের অন্যান্য যুগলদের মতোই, শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েও হবে জমজমাট। ইতিমধ্যেই মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলে পাঁচ দিন ধরে চলছে বিয়ের অনুষ্ঠান।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজা সাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী। তবে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও অবশেষে বিয়েটা কিন্তু সেরেই ফেলছেন 'হিরামাণ্ডি' অভিনেত্রী।