
দ্য ওয়াল ব্যুরো: ব্যোমকেশ করছেন দেব (Dev)। এই খবরে ছেয়ে গিয়েছে টলিউডের সর্বত্র। তবে পরিচালক কে হবেন, তা নিয়ে প্রথম দিন থেকেই জল্পনা জিইয়ে রেখেছেন ‘খোকাবাবু’। এখনও রমরমিয়ে সিনেমাহলে চলছে ‘প্রজাপতি’। শ্যুটিং চলছে আগামী ছবি ‘বাঘা যতীন’-এরও। এরমধ্যে ব্যোমকেশ বক্সি (Byomkesh Bakshi) নিয়ে নতুন কোনও আপডেট এখনও অবধি দেননি অভিনেতা বা তাঁর প্রযোজনা সংস্থা। সৃজিত প্রথম দিনেই তাঁর পরিচালক হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন। তবে এরমধ্যেই শোনা গেল আরও এক পরিচালকের নাম। সূত্রের খবর, তাঁর হাতেই ব্যোমকেশ পরিচালনার দায়িত্ব দিতে চাইছেন দেব।
তিনি বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)। ইতিমধ্যে বেশ কয়েকটি রহস্য গল্পে হাত পাকিয়ে ফেলেছেন তিনি। তবে এখনও অবধি বড়পর্দা হোক বা ছোটপর্দা, ফেলুদা-ব্যোমকেশের ভিড়ে তাঁকে ভিড়তে দেখা যায়নি। ফলত এই জল্পনা সত্যি হলে দর্শক যেমন নতুন ব্যোমকেশ পাবে, ঠিক তেমনই ব্যোমকেশ পাবে নতুন পরিচালক।
এই খবরের সত্যতা জানতে এদিন দ্য ওয়াল-এর তরফে বিরসা দাশগুপ্তকে ফোন করা হলে পরিচালক বলেন, “আমি এরকম কোনও খবর শুনিনি। এই সম্পর্কে জানিই না কিছু।” এরপর তাঁকে পাল্টা জিজ্ঞাসা করা হয়, “দেব যে ব্যোমকেশ করছেন সেটা শোনেননি নাকি আপনি পরিচালক হচ্ছেন এই কথাটা শোনেননি?” তখন তিনি বলেন, “না না, সেটা তো দেখলাম যে দেব ব্যোমকেশ করছে। তবে পরিচালক হচ্ছি কিনা এই বিষয়ে কোনও কথাই বলতে চাই না আমি এখন।”
উল্লেখ্য, শনিবার সন্ধেয় দেব এই নতুন ব্যোমকেশের খবর ঘোষণার আগেই দুপুরে খবর রটে যায় যে, সৃজিত মুখোপাধ্যায় ব্যোমকেশ পরিচালনা করতে চলেছেন। আর তখনই ব্যোমকেশ হিসাবে প্রথম উঠে এসেছিল দেবের নাম। যদিও সেদিন বিকেলের আগে অবধি দেবের তরফে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি। তবে সন্ধেতেই দেব টুইট করে জানান, তিনি নতুন ব্যোমকেশ হতে চলেছেন।
এরপরই একে একে দুই করে নেন সবাই। ধরেই নেওয়া হয় যে সৃজিতের পরিচালনাতেই দেব ব্যোমকেশরূপে পর্দায় ধরা দেবেন। তবে নাটকের তখনও বাকি ছিল! অভিনেতার টুইটের কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করে সবার ভাবনায় জল ঢেলে দেন সৃজিত। তিনি লেখেন, “সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন খবর। এরকম কোনও পরিকল্পনা কোনওদিন ছিল না। আগামীদিনেও নেই। অবশ্য দেবকে একটি ঐতিহাসিক চরিত্রে কাস্ট করার ইচ্ছে আছে। দেখা যাক।”
দেবও ঢুকলেন ‘সেফ জোন’-এ! ব্যোমকেশ নিয়ে দ্বিধাবিভক্ত ফ্যানেরা