শেষ আপডেট: 24th September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য ৯৭তম একাডেমি পুরষ্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। মোট ২৯টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা পেল কিরণের এই ছবি। সেই তালিকায় রয়েছে রণবীর কাপুরে 'অ্যানিম্যাল' ও 'আত্তম'। আর এই খবর সামনে আসার পরই প্রশ্নের বন্যা সোশ্যাল মিডিয়ায়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? সেই সব কারণগুলো নিয়েই আলোচনা করা যাক।
'লাপাতা লেডিস' কেন অস্কারের মঞ্চে?
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) ২৯টি শর্টলিস্ট করা ছবির তালিকা থেকে 'লাপাতা লেডিস'কে বেছে নিয়েছে। এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন, এফএফআই জুরি চেয়ারম্যান জানু বড়ুয়া।
এক সাক্ষাৎকারে তিনি জানান, জুরিকে এমন একটি চলচ্চিত্র বেছে নিতে হয়, যা সব দিক থেকে একদম 'পারফেক্ট'। অর্থাৎ ভারতের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতিকে তুলে ধরবে এমন একটি সিনেমা দরকার ছিল। তাই 'লাপাত লেডিস'কে বেছে নেওয়া হয়েছে। কারণ সিনেমাটিতে এমন অনেক দৃশ্য রয়েছে, যা শিক্ষনীয়।
স্পেশাল স্ক্রিনিং হিসেবে ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি অস্কারের জন্য মনোনীত হতে পারে, এমনটা আগেই মনে করেছিলেন পরিচালক। তবে এবার স্বপ্নপূরণ হল। সিনেমাটি বিদেশের মঞ্চে যাওয়ার প্রধান কারণ হল এর গল্প।
সহজ সরল চিত্রনাট্যে গ্রামের বধুর জীবন কাহিনী। স্পেশাল স্ক্রিনিং হিসেবে ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হতে পারে, এমনটা আগেই মনে করেছিলেন পরিচালক। কারণ বক্স অফিসে যে দুর্দান্ত সাফল্য লাভ করেছে, তা আর বলার অপেক্ষা থাকে না।
ট্রেলার প্রকাশ্যে আসার পর বাঙালিদের মনে পড়েছিল রবি ঠাকুরের ‘নৌকাডুবি’র কথা। তবে ঘোমটার আড়ালে থাকা বউ বদলে যাওয়া ছাড়া, কিরণের ছবির সঙ্গে নৌকাডুবির কোনও মিল নেই। প্রথমে নেটফ্লিক্স, তারপর একের পর এক থিয়েটার কাঁপিয়েছে ফুল-দীপকের জুটি।
তবে শুধুই কি গল্প? উত্তর হল 'না'। নীতংশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রত্ন, ছায়া কদম এবং রবি কিষা অভিনীত লাপাতা লেডিজ মুগ্ধ করেছে ভারতীয় দর্শকদের। নতুন বিবাহিত 'ফুল' (চরিত্রের নাম) ও 'দীপক' (চরিত্রের নাম)-এর ট্রেনে হারিয়ে যাওয়ার গল্প বেশ ইউনিক, তা নিয়ে সন্দেহ নেই।