শেষ আপডেট: 30th October 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান। গোটা বিশ্ব তাঁকে এক ডাকে চিনলেও, হলিউডের দেখা যায়নি কখনওই। ষাটের দোরগোড়ায় এসেও যিনি ১২০০ কোটির ব্যবসা দিয়ে থাকেন, সেই কিং খান তবে হলিউডে অভিনয় করেন না কেন? এ নিয়ে শাহরুখকে একাধিকবার প্রশ্ন করা হলেও মুখ খোলেননি কোনওদিনই।
তবে এবার তিনি তার 'অক্ষমতা' নিয়ে মুখ খুললেন। যার জেরে হলিউডে অভিনয় করা হয়ে ওঠেনি কিং খানের। তিনি পারেন না এমনটাও কি হতে পারে?অবিশ্বাস্যকর হলেও এটাই সত্যি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা নিজেই জানিয়েছেন, তিনি কেন হলিউডের ছবির প্রস্তাব গ্রহণ করেন না। তার মধ্যে রয়েছে একাধিক কারণ।
হলিউডে অভিনয় না করার প্রসঙ্গে তিনি বলেন, 'অনেকেই মনে করেন আমার কাছে কোনও হলিউড ছবির প্রস্তাব আসে না। তবে এমনটা ঠিক নয়। আসলে আমি করতে চাই না। কারণ হলিউডের ছবিতে অভিনয় করার মত যে যোগ্যতা থাকা প্রয়োজন, তা আমার আছে বলে মনে হয় না।'
কিং খান আরও বলেন, 'আমি ট্রাভোল্টার থেকে ভাল নাচ করতে পারি না। টম ক্রজ়ের থেকে বেশি সুন্দর দেখতে আমায় নয়। আর আমার মনে হয় হলিউডের ছবি করার মতো যে ইংরেজিটা প্রয়োজন, সেটা আমি ঠিক করে বলতে পারি না। মানে একদম ঝকঝকে। ঠিক যেমন আমরা হলিউড সিনেমায় দেখি।'
সাক্ষাৎকারে হলিউডের সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'একটা প্রজেক্টের জন্য হলিউডে অনেক বেশি প্রস্তুতি লাগে। ছয় থেকে আট মাসের একটা দীর্ঘ প্রস্তুতি চলে। আমার মনে হয় না এতটা বেশি সময় আমি প্রস্তুতির পেছনে দিতে পারব বলে। সরে আছি এই জন্য নয় যে আমি চাই না, আমি না বলি কারণ আমি পারি না। তাই এতদিন পর্যন্ত সবকিছু চিনতেই প্রস্তাবে না বলেছি। ভবিষ্যতে কী হবে তা আমার জানা নেই।'