শেষ আপডেট: 7th March 2025 18:03
দ্য ওয়াল ব্য়ুরো: আজকাল বলিপাড়ায় কান পাতলেই শুধু শোনা যায় বিচ্ছেদের গল্প। সেই সব কিছুর মধ্যে একে অপরের হাত ধরে বহু বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান। তাঁদের প্রেম, বিয়ে থেকে শুরু করে পারিবারিক জীবন, সবই বারবার মন কেড়েছে ভক্তদের। শূন্য থেকে উঠে এসে আজ শাহরুখ খান বলিউডের বাদশাহ।
অসংখ্য মেয়ের স্বপ্নের পুরুষ হলেও, একসময় গৌরী খানের পরিবার তাঁকে মেনে নিতে রাজি ছিল না। ধর্মীয় ভিন্নতার কারণেই সেই আপত্তি তৈরি হয়েছিল বলে শোনা যায়। শাহরুখ খান মুসলমান, গৌরী হিন্দু—এই পার্থক্য তাঁদের বিয়েতে প্রথমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
তবে সব বাধা পেরিয়ে অবশেষে বিয়ে হয় তাঁদের। প্রথমে আইনি মতে, পরে সামাজিকভাবে। শাহরুখ চেয়েছিলেন, বিয়ের প্রতিটি রীতি যেন নিখুঁতভাবে পালন করা হয়। নিজের ধর্মের ভিন্নতা যেন গৌরীর ধর্মকে কোনওভাবেই অসম্মান না করে, সে নিয়ে ছিলেন অত্যন্ত সতর্ক।
কেরিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, বিয়ের দিন একটুও ভুল করতে চাননি তিনি। সেই সতর্কতা এতটাই বেড়ে যায় যে, বিয়ের রীতি দীর্ঘ হতে থাকায় উপস্থিত অতিথিরা পর্যন্ত বলে ওঠেন—এবার থামা যাক!
এভাবেই নিজের বিয়ের দিনটাকে সাবধানে সামলেছিলেন কিং খান। প্রথমে গৌরীর পরিবারের আপত্তি থাকলেও, সময়ের সঙ্গে সব সমস্যার সমাধান হয়। আজও শাহরুখ মজা করে বলেন, গৌরীর পরিবারে তাঁর সম্মান গৌরীর থেকেও বেশি!