শেষ আপডেট: 8th June 2024 22:22
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে 'কিং খান' সাধে বলা হয় না। সেলেব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তাও তাঁর থেকে শেখা যায় অনায়াসে। শাহরুখ খানকে সবাই 'মিডিয়া ফ্রেন্ডলি' বলেও চেনে। অবলীলায় তিনি মিশে যেতে পারেন সকলের সঙ্গে। কিন্তু এমন মানুষটাই প্রায় ৩ বছর প্রচার বিমুখ ছিলেন। কোনও ইভেন্ট তো দূরের কথা, পাপারাৎজিদের ক্যামেরাতেও তাঁকে ধরা যায়নি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ, অবশেষে জানা গেল তার কারণ।
২০১৮ সালে তাঁর শেষ ছবি 'জিরো' ডাহা ফেল করে। এরপর থেকেই কিছুটা মিডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন শাহরুখ। তবে ২০২১ সালের পর আরও দূরে চলে যান তিনি প্রচার থেকে। তাহলে কি ফ্লপ ছবিই ছিল তার নেপথ্যের কারণ? এমনটা বলছেন না মুম্বইয়ের অন্যতম এক জনপ্রিয় চিত্র সাংবাদিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মূলত আরিয়ান খান কাণ্ডের পর থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের বাদশা। এই বিষয়ে কথা বলতে গিয়ে নেপথ্য কাহিনীও জানান তিনি।
চিত্র সাংবাদিকের বক্তব্য, ২০২৩ সালে 'পাঠান' মুক্তির পর তাঁর টিম শাহরুখ খানকে দেখতে পেয়ে গোপনে ছবি তুলেছিল। সেটি তাঁর হাতে এলে তিনি মনে করেন এটি অন্যায়। এভাবে কারও গোপন পরিসরে ঢোকা উচিত নয়। সঙ্গে সঙ্গে তিনি শাহরুখের পিআর টিমকে ফোন করে জানান যে, এই ছবি তারা ব্যবহার করবেন না। তাঁদের ভুল হয়েছে। আসল ঘটনা ঘটে ঠিক এর পরেই। শাহরুখ নিজে তাঁর সঙ্গে কথা বলেন বলে জানান চিত্র সাংবাদিক।
সাক্ষাৎকারে তিনি জানান, ফোনে ৫ মিনিট মতো কথা হয়েছিল তাঁদের। শাহরুখের কথা শুনে তিনি বুঝতে পেরেছিলেন আরিয়ান খানের ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া যা যা করেছিল তা ভালভাবে নেননি তিনি। নিজের ছেলেকে নিয়ে এত নেগেটিভ চর্চায় ক্ষুব্ধ হয়েছিলেন শাহরুখ। তারপর থেকেই কার্যত মিডিয়া থেকে দূরে সরে যান তিনি। সাংবাদিক আরও বলেন, ''আমার নিজের সন্তান আছে। আমি বুঝেছিলাম কারও সন্তান নিয়ে খারাপ বললে একজন বাবার কেমন লাগে। মিডিয়া সেই সময় যেটা করেছিল তা উচিত হয়নি।'' তাঁর সংযোজন, সবাই শুধু বলে ছবি তুলতে দেয় না, কিন্তু কারও মানসিক পরিস্থিতি কেমন আছে, আমরা তা বিচার করি না।
শেষমেশ আরিয়ান খান মাদক মামলায় জামিন পেয়েছেন। তাঁকে যে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল সেই তথ্যও সামনে এসেছে। অন্যদিকে, ২০২৩ সালে ভারতীয় সিনেমার সবথেকে বড় কামব্যাক হয়েছে শাহরুখ খানের। 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' ছবি দিয়ে ইতিহাস লিখেছেন তিনি।