শেষ আপডেট: 6th March 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খবরে থাকেন। ৬০ ছুঁইছুঁই এই অভিনেতা আজও বিয়ে করেননি, তবুও বাবা হওয়ার ইচ্ছে তাঁর প্রবল। কিন্তু সব ইচ্ছে যে বাস্তবায়িত হয় না, সেটাই যেন প্রমাণ করলেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন জানান, তিনি বহুদিন ধরেই বাবা হওয়ার পরিকল্পনা করছেন। তবে স্ত্রী নয়, শুধু সন্তানের পরিকল্পনাই ছিল তাঁর। কিন্তু ভারতীয় আইন সেই পথে বড় বাধা।
সলমন বলেন, “আমি সত্যিই বাবা হতে চেয়েছিলাম। তবে ভারতীয় আইনের জন্য সেটা সম্ভব হচ্ছে না।” করণের উদাহরণ টেনে যখন প্রশ্ন ওঠে, তিনি তো সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। সলমন জানান, “আমি চেষ্টা করেছিলাম। তবে করণের সময়কার আইন হয়তো বদলে গেছে। আমি খুব ভালবাসি বাচ্চাদের। কিন্তু জানি, বাচ্চার সঙ্গে তার মা-ও আসবে। যদিও আমাদের বাড়িতে মায়ের অভাব নেই!”
সলমনের ব্যক্তিগত জীবনে প্রেমের অভাব কখনও ছিল না। সঙ্গীতা বিজলানির সঙ্গে তো প্রায় বিয়ে হয়েই যাচ্ছিল, কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সে সম্পর্ক ভেঙে দেন সলমন।
ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, বহু অভিনেত্রীর সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। তবু কোনও সম্পর্কই পরিণতি পায়নি। বর্তমানে সলমন একাই আছেন, বিয়ের পরিকল্পনাও নেই তাঁর। তবে বাবা হওয়ার ইচ্ছে যে এখনও বেঁচে আছে, সেটাই জানিয়ে দিলেন ভাইজান!