শেষ আপডেট: 10 April 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: বয়স তার এখনও দু’বছরও পেরোয়নি। সবে মুখে আধো আধো কথার বুলি আওড়াচ্ছে। আর এখনই নাকি সবচেয়ে ধনী তারকা সন্তান! কথা হচ্ছে, রণবীর-আলিয়া কন্যা রাহা কাপুরের। বলিপাড়ার সম্পত্তির খতিয়ানে ছোট্ট রাহাই যে হেসে খেলে হারিয়ে দিতে পারে অন্যান্য ‘স্টার কিড’-দের।
মুম্বইয়ের বান্দ্রায় রণবীর-আলিয়ার নতুন বাড়ি তৈরি হচ্ছে। দাদু রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তাঁরা। বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ, আপাতত শুধু টুকিটাকি কিছু সাজ সরঞ্জাম বাকি রয়েছে। খুব শীঘ্রই সেই 'স্বপ্নের' বাড়িতে প্রবেশ করবেন ‘রণলিয়া’। সব কাজ শেষ হলে কাপুর দম্পতির বিলাসবহুল বাড়ির আনুমানিক মূল্য দাঁড়াবে ২৫০ কোটি টাকা। যা আর্থিক মূল্যে শাহরুখ খানের ‘মন্নত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে পিছনে ফেলে দেবে। আর এটিই হয়ে উঠবে মুম্বইয়ের সবচেয়ে দামি বাংলো।
বি টাউন সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই এই বাড়িতে বিনিয়োগ করছেন তারকা দম্পতি। আর সেই বাংলোর মালিক হলেন ছোট্ট রাহা। ইতিমধ্যে রণবীর-আলিয়া বাংলাটি মেয়েকে উপহার দিয়েছেন। সেদিক থেকে দেখলে মাত্র দেড় বছরের রাহা কাপুরই বলিউডের সবচেয়ে ধনী তারকা সন্তান।
মেয়ের নামেই বাংলোটির নাম রাখবেন কাপুর দম্পতি। আর তাতেই রাহা হয়ে উঠবে বি-টাউনের সবচেয়ে ধনী তারকা সন্তান। এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে এবং যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।সম্প্রতি নিজেদের নতুন এই বাংলোর কাজ দেখতে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। যার এক টুকরো ঝলক উঠে এসেছিল পাপারাৎজির ক্যামেরায়।
আবার ঋষি কাপুর তাঁর সমস্ত সম্পত্তির অর্ধেক মালিকানা স্ত্রীর নামে করেছিলেন, তাই বাংলোর অর্ধেক মালিক হবেন রাহার ঠাকুমা নীতু কাপুর। যদিও নীতু নিজে সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বান্দ্রা এলাকায় এই নতুন বাংলো তৈরি হলে রণবীরের গোটা পরিবার এক ছাদের তলায় একসঙ্গেই থাকবেন বলে শোনা গিয়েছে।