শেষ আপডেট: 12th April 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো ছবির জন্য তাঁকে ভালবাসেন কোটি ভক্ত। কিন্তু একটি প্রশ্ন বহু বছর ধরেই ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে—কেন তিনি নিজের পদবি ব্যবহার করেন না? এত বড় চলচ্চিত্র পরিবার থেকে এসেও কেন তিনি শুধু ‘কাজল’ নামেই পরিচিত? সম্প্রতি ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এ সে রহস্যেরই পর্দাফাঁস করলেন স্বয়ং অভিনেত্রী।
কাজল বলেন, “এটা আমার একান্ত নিজের পছন্দ ছিল। আমি চেয়েছিলাম নিজের প্রতি সৎ থাকতে। কোনও বংশের বা পরিবারের নামের ভার আমার উপর যেন না থাকে। আমি যদি শুধুই ‘কাজল’ হিসেবে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর অত চাপ থাকবে না।”
তিনি জানান, বলিউডে পা রাখার সময় মা তনুজা তাঁকে প্রশ্ন করেছিলেন পদবি ব্যবহারের বিষয়ে। মা তাঁকে বলেন, “তোর দিদা শোভনা সমর্থও অভিনেত্রী ছিলেন, দাদু কুমারসেন সমর্থ একজন পরিচালক। আবার পিতামহ শশধর মুখার্জি, তিনিও বিখ্যাত প্রযোজক। এতগুলো নাম তোকে গর্ব দিতে পারে, আবার চাপে ফেলতেও পারে।”
কাজল জানালেন, তিনি সেদিন ঠিক করেন, নিজের পরিচয় তিনি নিজেই গড়বেন। পরিবারের পরিচয়ে নয়। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট—তিনি চান দর্শক তাঁর অভিনয়ের জন্য তাঁকে চিনুক, তাঁর পরিবার বা অতীতের জন্য নয়। কাজল কিন্তু মোটেও কোনও সাধারণ পরিবার থেকে আসেননি। তাঁর মা তনুজা নিজে একজন সফল অভিনেত্রী। বাবা শোমু মুখার্জি ছিলেন পরিচালক। দিদা শোভনা সমর্থ এবং দাদু কুমারসেন সমর্থ চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। এমনকি পিতামহ শশধর মুখার্জিও হিন্দি সিনেমার এক উল্লেখযোগ্য নাম।
তবু কাজল বরাবর নিজের পরিচয়ের বাইরে গিয়ে কাজ করতে চেয়েছেন। তাঁর ভাষায়, “আমি কারোর পক্ষ নিতে চাইনি। শুধু নিজের হয়ে উঠতে চেয়েছি।” এই মুহূর্তে কাজল অভিনয় করছেন কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ, যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করছেন। পাশাপাশি ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাবে বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর নতুন ছবি ‘মা’। দুই ছবিরই প্রতীক্ষায় রয়েছে দর্শক।