শেষ আপডেট: 21st October 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ার কোনও পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো, বহু তারকার দেখা মিললেও আমির খানের দেওয়া পাওয়া যায় না। বছরের বড় বড় অ্যাওয়ার্ড শো বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলেও আমির সেখানে যেতে স্বচ্ছন্দ বোধ করেন না। এ কথা বহুবারই শোনা যায় বলিপাড়ায় কান পাতলেই। তবে এর সঙ্গে একটা রটনাও রয়েছে। তা হল আমিরের না আসার নেপথ্যে নাকি রয়েছেন বলিউডেরই এক অভিনেতা।
আমির যে প্রথম থেকেই আসতেন না, তা কিন্তু একেবারেই নয়। অভিনয়জগতে পা রাখার পর আমিরকে অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত। নব্বইয়ের দশকে তাঁকে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে একাধিকবার দেখা গিয়েছে। সেই সময় তিনি সেরা অভিনেতার তালিকায় মনোনিত হতেন। এমনকি পুরস্কারও নিতেন।
সালটা ১৯৯২। সেই বছর ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতাদের তালিকায় প্রথমেই নাম ছিল আমিরের। তবে সেই পুরস্কার তিনি পাননি। তাঁর পরিবর্তে সেই পুরস্কার দেওয়া হয় অনিল কাপুরকে। ‘বেটা’ ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
১৯৯৩ সালেও ‘হম হ্যায় রাহি প্যার কে’ ছবির জন্য আমিরকে মনোনয়ন করা হয়েছিল। অবাক ব্যাপার হল সে বছরও তিনি সেই পুরস্কার পাননি। তাঁর জায়গায় ‘বাজিগর’ ছবিতে খলনায়কের চরিত্রে সেরা অভিনেতা হিসেবে সেই পুরস্কার নেন শাহরুখ খান।
এভাবে পর পর দু'বছরই তাঁর হাতে পুরস্কার আসেনি। তার মাঝে কেটে গিয়েছে তারও ২ বছর। অবশেষে ১৯৯৫ সালে আবার সেরা অভিনেতাদের প্রাথমিক তালিকায় নাম আসে আমিরের। সেই বার ঠিক ছিল আমিরই পাবেন সেই পুরস্কার। কিন্তু কিন্তু সে বছরেও সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ। ১৯৯৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিটি। সেই ছবির কারণেই বাদশার ঝুলিতে দেওয়া হয় পুরস্কার।
তারপর থেকেই আমিরকে আর তেমন কোনও অ্যাওয়ার্ড শোতে দেখা যায় না। বলিউড সূত্রে খবর, পর পর দু’বার সেরা অভিনেতার সম্মান শাহরুখকে দেওয়ায় আমির নাকি জুরি সদস্যদের প্রতি ক্ষুব্ধ হয়ে যান।
আমির নাকি এমন কথাও বলেছিলেন যে, শাহরুখের প্রতি জুরির সদস্যেরা পক্ষপাতিত্ব করছেন। তাই কিং খানই পাচ্ছেন সব পুরস্কার। সেই কারণেই নাকি কোনও বলিপাড়ার কোনও অনুষ্ঠানে দেখা মেলে না আমিরের। তবে এ বিষয়ে অনেকবার প্রশ্ন করা হলেও কোনওভাবেই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।