শেষ আপডেট: 5th March 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: সুচিত্রা সেন (Suchitra Sen) একজন কিংবদন্তি অভিনেত্রী। তাঁর ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেমন পর্দায় মানুষকে মুগ্ধ করেছে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনেও ছিল অনেক গল্প আর রহস্য। উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি যেমন কালজয়ী, তেমনই বলিউড থেকেও ডাক পেয়েছিলেন একাধিকবার। কিন্তু রাজ কাপুরের (Raj Kapoor) ডাক সত্ত্বেও তিনি কেন তাঁর ছবিতে কাজ করলেন না, সেই কাহিনি আজও বলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
রাজ কাপুর, যিনি বলিউডের অন্যতম স্তম্ভ, সুচিত্রা সেনকে নিজের ছবিতে মুখ্য চরিত্রের প্রস্তাব দিতে নিজে গিয়েছিলেন তাঁর বাড়ি। কিন্তু সেই সাক্ষাৎকারেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। কথার মাঝে রাজ কাপুর হঠাৎ সুচিত্রা সেনের পায়ের কাছে বসে পড়েন, হাতে ফুলের তোড়া নিয়ে। এই আচরণে যথেষ্ট বিরক্ত হন সুচিত্রা। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সাফ জানিয়ে দেন এই ছবিতে তিনি কাজ করবেন না।
এরপর কখনও রাজ কাপুরের সঙ্গে কাজ করেননি সুচিত্রা সেন। তাঁর মতে, রাজ কাপুরের এই আচরণ তাঁর পছন্দ হয়নি। বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা যেখানে রাজ কাপুরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন, সেখানে সুচিত্রা সেন সহজেই তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন।
পরে যদিও তিনি বলিউডে কিছু কাজ করেন, তবে বেশিরভাগ সময়ই বাংলার ছবিতেই থেকে যান। সুচিত্রা সেনের এই সিদ্ধান্ত তাঁর দৃঢ় ব্যক্তিত্বেরই প্রমাণ। আজও এমনটাই মনে করেন তাঁর অনুরাগীরা।