Dipankar Dey and Dolon Roy Story
শেষ আপডেট: 17th February 2025 21:44
সালটা ২০২০। বিয়ে করেন দীপঙ্কর দে ও দোলন রায়। বিয়ের রাতে আচমকাই হাসপাতালে ভর্তি হতে হয় দীপঙ্করকে। নোংরা-কুৎসিত মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। ঠিক কী ঘটেছিল? এই প্রথম মুখ খুললেন দোলন রায়।
দ্য ওয়ালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন, সিওপিডি অ্যাটাক হয় বর্ষীয়ান অভিনেতার। সকাল থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু বুঝতে দেননি। ফলাফল, সময় এগোতেই ঠাই হয় হাসপাতালের বেডে। আশেপাশে কেউ নেই, মিডিয়ার তরফে ক্রমাগত ফোন-- সে এক অধ্যায় বটে। এই সব কিছু নিয়েই দ্য ওয়ালে অকপট ওঁরা। কথা বলতে গিয়ে দোলনের চোখের কোণেও জমল মেঘ।
রইল ভিডিও