শেষ আপডেট: 14th October 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: রানি মুখার্জি ও অক্ষয় কুমার দু'জনেই বলিপাড়ায় তিন দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। কিন্তু বড় পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি। সেই নিয়ে কম জল ঘোলা হয়নি বলিউডে। তাঁদের একসঙ্গে সিনেমা না করার পিছনে বহুজন বহু কারণ বলেছেন। কেউ কেউ আবার বলেছেন সুযোগের অভাব।
তবে বলিপাড়া সূত্রে খবর, সুযোগের অভাব নয়, এর নেপথ্যে রয়েছে দুই তারকার ঠান্ডা লড়াই। একে অপরকে খুব একটা পছন্দ করেন না। এমনটা বহুবার শোনা গিয়েছে বলিপাড়ায়। তবে এমনটা কি সত্যি? এই বিষয়ে অনেকবার প্রশ্ন করা হলেও মুখ খোলেননি দু'জনের কেউই।
নব্বইয়ের দশকের গোড়াতেই বলিপাড়ায় পদার্পণ করেছিলেন অক্ষয়। সেই সময় বাংলা ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন রানি। তারপরে যখন রানি বলিউডে পা রাখেন, তখন তাঁর কাছে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। সেই ছবির প্রস্তাব প্রথমে গ্রহন করলেও পরে তিনি না বলে দেন।
বলিউড সূত্রে খবর, অভিনেতার নাম শোনার পরেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের ঠান্ডা লড়াই নিয়ে অনেক কিছু রটতে থাকে বলিপাড়ায়। ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির অভিনেতা ছিলেন অক্ষয় কুমার।
অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে শুনেই নাকি রানি সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করার প্রস্তাব খারিজ করে দেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেনে অভিনেত্রী? সূত্রের খবর, অক্ষয় তখন সদ্য বলিউডে পা রেখেছিলেন। আর রানি নবাগত নায়কের সঙ্গে অভিনয় করতে চাননি।
সেই কারণেই ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখনই ছবির নির্মাতা রানির বদলে রবিনা টন্ডনকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তারপর থেকে কেটে গিয়েছে তিন দশক। এখনও দু'জনকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাননি দর্শকরা।