শেষ আপডেট: 8th March 2025 23:53
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮১ বছর বয়সেও বলিউডের এই কিংবদন্তি অভিনেতার এনার্জি আর কাজের প্রতি নেশা আজও অনবদ্য। একের পর এক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি’ ছবিতে তাঁর অসাধারণ পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করেছিল।
ব্রহ্মাস্ত্র, কল্কি-র মতো ছবিতে অ্যাকশন থেকে ইমোশন — সবেতেই তিনি দুর্দান্ত। তবে শারীরিক অসুস্থতা মাঝেমধ্যেই তাঁর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ের সময় মানালিতে অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে এসেছিল। বয়সজনিত সমস্যার কারণে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবু কাজের প্রতি তাঁর ভালবাসা অটুট।
কিন্তু জানেন কি, কাজের প্রতি এতটা নিবেদিতপ্রাণ এই মানুষটাই ছোটবেলায় স্কুলে যেতে একেবারেই পছন্দ করতেন না! আর স্কুল ফাঁকি দেওয়ার জন্য যে মজার উপায় বেছে নিয়েছিলেন, তা জানলে আপনি অবাক হবেন। এক সাক্ষাৎকারে অমিতাভ নিজেই সেই গল্প শেয়ার করেছিলেন।
তিনি বলেন, “স্কুলে পড়ার সময় আমি প্রায়ই ভুয়ো অসুস্থতার নাটক করতাম। সবাই বিশ্বাস করত আমি সত্যিই অসুস্থ। একটা মজার টোটকা জানতাম — বগলের নিচে একটা পেঁয়াজ রাখলেই শরীরের তাপমাত্রা বেড়ে যেত, আর দেখে মনে হতো জ্বর হয়েছে। আমি প্রায়ই এই কৌশলটা কাজে লাগাতাম।”
বলিউডে ৫৫ বছরের দীর্ঘ কেরিয়ার পার করেছেন অমিতাভ বচ্চন। বহু নতুন অভিনেতা এসেছেন, অনেকেই চলে গিয়েছেন, কিন্তু নিজের জায়গা আজও ধরে রেখেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে অভিনয়ের ধরন, চরিত্রের উপস্থাপনা সবেতেই নতুনত্ব এনেছেন। আর এই কারণেই আট দশক পেরিয়েও তিনি সমান প্রাসঙ্গিক।