শেষ আপডেট: 11th December 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমায় একটি বিশেষ ও বর্তমানে বিখ্যাত দৃশ্যে শাড়ি পরতে দেখা যায় আল্লু অর্জুনকে। যা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে। ছবিটির এই দৃশ্য সৌদি আরবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিতর্ক হয়েছে একাধিক। এই দৃশ্যটি অনেকের মন জয়ও করেছে। শাড়ি পরা আল্লুকে দেখার পর প্রশংসার বন্যা বইয়েছেন সমালোচকরাও। এত পোশাক থাকতে শাড়ি কেন? সেই নিয়ে কৌতুহলের শেষ নেই।
পুষ্পা মূলত দক্ষিণ ভারতের ছবি। যা হিন্দির সঙ্গে অন্যান্য আরও কয়েকটি ভাষায় রিলিজ করেছে। কিন্তু এই ছবির ছত্রে ছত্রে দক্ষিণ ভারতের সংস্কৃতি উঠে এসেছে। এই শাড়ি পরার দৃশ্যও তার হাত ধরেই। পরিষ্কার করে বলতে গেলে, দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশেস'গঙ্গাম্মা যাত্রা' নামের একটি ধর্মীয় অনুষ্ঠান হয়। প্রতি বছর মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহজুড়ে এই অনুষ্ঠান চলে। তিরুপতির বাসিন্দারা এই উৎসবে যোগ দেন।
গঙ্গাম্মা একজন দেবী, যাঁকে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের ছোট বোন হিসেবে মনে করা হয়। যাত্রার দিন দেবী গঙ্গাম্মার জন্য বিশেষ উপহার পাঠানো হয় তিরুমালা তিরুপতি থেকে। কথিত আছে, বোনের জন্য ওই দিন শাড়ি, চুড়ি, চন্দন, কুমকুমের উপহার পাঠান স্বয়ং ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর। এই রীতিকে বলা হয় 'পরিসু।'
আবার অনেকে বলেন তিরুপতি এলাকায় 'পালেগাড়ু' নামের এক ক্ষমতাধর নিয়মিত নারী নির্যাতন করত। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলারা দেবী জগন্মাতার পুজো শুরু করেন। স্বয়ং দেবী তিরুপতির কাছে অভিলালা গ্রামে 'গঙ্গাম্মা' নামে জন্ম নেন। বড় হওয়ার পর তিনিও নজরে পড়েন পালেগাড়ুর। প্রকাশ্যে গঙ্গাম্মার হাত ধরে টানে সে। সেই সময় তিনি দেবী গঙ্গাম্মার রূপ ধারণ করেন। তিন দিন ধরে চলে লড়াই। দেবী দুর্গার মতো এই দেবীও বেশ পরিবর্তন করেন। পরে পালিয়ে বাঁচে পালেগাড়ু। চতুর্থ দিনে গঙ্গাম্মা ধারণ করেন 'দোরা' বেশ। এই বেশের কাছেই ধরা দিতে বাধ্য হয় পালেগাড়ু। শেষ পর্যন্ত দুষ্টের দমন করেন দেবী গঙ্গাম্মা।
তিনদিন ধরে নানা বেশে ধরা দেন দেবী। সেই অনুযায়ী এই যাত্রার অনেকগুলো ভাগ রয়েছে। প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা ট্র্যাডিশন রয়েছে। নিয়ম রয়েছে আলাদা। বৈরাগীবেশম, বন্দবেশম, দোরাবেশম, সান্নাপ্পু কুন্ডালু। চার বেশ, চারদিন শেষে হয় যাত্রা। মহিলাদের সম্মান দিতে, শ্রদ্ধা জানাতে ও সমাজে তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে পুরুষরা মহিলাদের পোশাক পরেন যাত্রার দিন।
এই বিষয়টিকেই পুষ্পা ২-তে দেখানো হয়েছে বিশেষভাবে। আল্লুর শাড়ি পরা লুক অনেকেই নকল করেছেন। ভাইরাল হয়েছে ছবির এই বিশেষ দৃশ্যটি।