Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রাজকুমার হিরানি তাঁকে ছাড়া ছবি করেন না, ৪২ বছরে বলিউড ডেবিউ, রাস্তায় ছবি বেচতেন এই অভিনেতামাত্র ২টি ইনজেকশনেই মিলবে সুরক্ষা, এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী ওষুধকে ছাড়পত্র দিল এফডিএযাকে 'লাকি চার্ম' বলতেন, সে-ই হারিয়ে গেল..., সাগরের জীবনে রয়ে গেল এক অপূর্ণ প্রেমের গল্পডিভিসি-র জল ছাড়ায় বিপত্তি, দামোদরে ডুবে গেল ১৫টি বালি বোঝাই লরিInd vs Eng: অ্যান্ডারসন-ব্রডের অনুপস্থিতি কি ভারতের জন্য বড় স্বস্তি? মেয়ে নিশাকে ট্রোল করলে গাড়ি দিয়ে পিষে দেবেন কাজল, রেগে বললেন, 'খারাপ মন্তব্য করে...'আচমকা প্রস্থান নয়, শচীনের মতো রাজকীয় বিদায় কি বিরাট দাবি করতে পারেন না? কালীগঞ্জে পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল? ভোটদানের পর মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থীবিরাট শুধু খেলতে নয়, জিততে চায়! ওর লড়াই যেন কাটলফিশের জীবনসংগ্রাম আমদাবাদ দুর্ঘটনায় মৃত্যু হস্টেলের রাঁধুনি ও তাঁর একরত্তি নাতনির, ডিএনএ টেস্টে মিলল খোঁজ
Aishwarya Rai Bachchan- Aaradhya Bachchan

ফি বছর মেয়ে আরাধ্যকে নিয়েই কান উৎসবে যান কেন? নেটপাড়ার একঘেয়ে প্রশ্নে ঐশ্বর্যা বললেন...

ঐশ্বর্যা রাই বচ্চন জানালেন কেন তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে বারবার যান ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। জানালেন বিশ্বসুন্দরী। 

ফি বছর মেয়ে আরাধ্যকে নিয়েই কান উৎসবে যান কেন? নেটপাড়ার একঘেয়ে প্রশ্নে ঐশ্বর্যা বললেন...

ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান চলচ্চিত্র উৎসব ইতিমধ্যেই শুরু হয়েছে। বলিউডের একাধিক পরিচিত মুখ দেখা গিয়েছে রেড কার্পেটে। তবে উৎসব যতই জমে উঠুক, অনুরাগীদের নজর কিন্তু থাকেই এক তারকার দিকেই—ঐশ্বর্যা রাই বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরীর কান-লুক প্রতি বছরই চর্চায় আসে। আর তার সঙ্গে আরও একটি বিষয় নিয়েও কৌতূহল বাড়ে দর্শকদের—ঐশ্বর্যার মেয়ে আরাধ্যা কেন প্রতি বছর তাঁর সঙ্গে কান উৎসবে যান?

Cannes 2019

ঐশ্বর্যা রাই বচ্চনের মতে, কান উৎসব তাঁদের মা-মেয়ের জন্য শুধুই ফ্যাশনের মঞ্চ নয়, বরং এটা একসঙ্গে সময় কাটানোর এক অভ্যাসে পরিণত হয়েছে। আরাধ্যার সঙ্গে এই সফর তাঁর কাছে গভীর মানসিক যোগ তৈরি করেছে।

ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে আলাপচারিতায় ঐশ্বর্যা বলেন, ‘‘এটা আসলে এমন একটা প্রশ্ন, যার উত্তর ও (আরাধ্যা) নিজে বড় হয়ে একদিন বলবে। তবে আমি যতটা বুঝি, এটা শুধু এক গ্ল্যামার শো নয় ওর কাছে। উৎসবের পরিবেশটা ওর চেনা হয়ে গিয়েছে। অনেক মুখ চিনে ফেলেছে, বহু পরিচিত মানুষের সঙ্গে প্রতি বছর দেখা হয়। তাই ও নিজেকে ওখানে খুব স্বচ্ছন্দ বোধ করে।’’

Aishwarya, Aaradhya

ঐশ্বর্যার কানে অভিষেক হয় ২০০২ সালে, 'দেবদাস' ছবির প্রিমিয়ারে। আর ২০১২ সালে মাত্র পাঁচ মাসের আরাধ্যাকে নিয়ে প্রথমবার রেড কার্পেটে পা রাখেন তিনি। তারপর থেকে প্রায় প্রতি বছরই মায়ের সঙ্গে উৎসবে হাজির আরাধ্যা। তাঁদের ম্যাচিং পোশাক এবং স্নেহভরা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে বহুবার।

২০১৯ সালে ঐশ্বর্যা যখন ধাতব সোনালি গাউনে নজর কেড়েছিলেন, আরাধ্যা তখন খুদে রাজকুমারীর মতো লেমন ইয়েলো টিউল ড্রেসে ধরা দিয়েছিল। ২০২২ সালে মা-মেয়ে ছিলেন কালো-গোলাপি কনট্রাস্টে। ২০২৪ সালের কানেও ঐশ্বর্যা নজর কেড়েছেন ফাল্গুনী শেন পিককের কালো-সাদা করসেট গাউনে, আরাধ্যাও সেজেছিল কালো পোশাকে।

aishwarya, aaradhya

ঐশ্বর্যার মতে, আরাধ্যা শুধু উৎসব দেখতে যায় না। বরং এই সফরের মাধ্যমে মায়ের সঙ্গে ওর এক ঘনিষ্ঠ মানসিক বন্ধন তৈরি হয়েছে। আরাধ্যার অভিজ্ঞতা নিয়ে ঐশ্বর্যার মন্তব্য, ‘‘এই সফরের মধ্যে দিয়ে একসঙ্গে থাকা, একে অন্যকে আরও ভালভাবে চেনার সুযোগ পাই আমরা।’’


ভিডিও স্টোরি